ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যালিফোর্নিয়ায় দাবানল, মৃত ৪২

প্রকাশিত: ০৪:৩১, ১৪ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ায় দাবানল, মৃত ৪২

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। নতুন করে পাওয়া মৃতদেহগুলো রাজ্যের উত্তরদিকের শহর প্যারাডাইসের ভেতর ও আশপাশের এলাকা থেকে পাওয়া গেছে। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকাণ্ডের আওতাধীন এলাকাগুলোতেই অন্তত ২২৮ জনের খোঁজ মিলছে না। -খবর বিবিসি আগুনে প্রায় ৭ হাজার ২০০টি স্থাপনা ধ্বংস হয়েছে, ঝুঁকিতে আছে আরও প্রায় সাড়ে ১৫ হাজার। এ আগুনে মৃতের সংখ্যা গ্রিফিথ পার্ক অগ্নিকা-ের প্রাণহানিকেও ছাড়িয়ে গেছে। ১৯৩৩ সালের ওই অগ্নিকা-ে ৩১ জন নিহত হয়েছিলেন। সোমবার স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে বুটে কাউন্টির শেরিফ কোরি হোনেয়া মৃত ও নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করেন।
×