ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা

প্রকাশিত: ০৪:৩৩, ১৪ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ১২ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, এসকে ট্রিমস, সায়হাম কটন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইনটেক, ইফাদ অটো, সামিট পাওয়ার ও হোটেল পেনিনসুলা চট্টগ্রাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫৫৪ বারে ১২ লাখ ৭৬ হাজার ৬৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৯ লাখ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭২৬ বারে ৪৬ লাখ ৭৭ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইস, ওয়াটা কেমিক্যাল, জেমনি সি, এ্যারামিট, সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, ইউপিজিডিসিএল ও আলহাজ টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।
×