ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কয়ার ফার্মার মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ নভেম্বর ২০১৮

স্কয়ার ফার্মার মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৪ টাকা ৮ পয়সা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে । গত সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৮২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সু পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ নবেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের তথ্যের ওপর ভিত্তি করে ২০১৮ সালের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করবে। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×