ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে শতাধিক ব্যবসায়ী উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:৩৫, ১৪ নভেম্বর ২০১৮

মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে শতাধিক ব্যবসায়ী উদ্যোক্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন কয়েক হাজার সম্ভাব্য প্রার্থী। যাদের মধ্যে এবারই প্রথম উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা ও ব্যবসায়ী আসছেন নির্বাচনী মাঠে। তাদের প্রত্যাশা ব্যবসা ক্ষেত্রে সফলতার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে উদ্যোক্তাদেরই সব থেকে বেশি ভূমিকা রাখতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শক্তিকে নিজেদের ব্যবসার কাজে না লাগিয়ে দেশের উন্নয়নে ব্যবহার করার পরামর্শ ব্যবসায়ী মনোনয়ন প্রত্যাশীদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই দলের মনোনয়ন পেতে জোরালো চেষ্টা করছেন নতুন ও পুরোন অনেক নেতারা। প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের পাশাপাশি আসছে নির্বাচনে বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ, বিকেএমইএ এমনকি বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ পর্যায়ের শতাধিক ব্যক্তি এখন রাজনৈতিক মাঠে বেশ সরব। সংসদ সদস্যদের দেয়া নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, দশম জাতীয় সংসদে ৩০০ সাংসদের মধ্যে ২০৬ জনের পেশাই ব্যবসা। বিভিন্ন রাজনীতিবিদদের আয়ের উৎস ব্যবসা হলেও, ব্যবসায়ীদের রাজনীতিতে আসার ফলে দেশের রাজনীতি কতটুকু সমৃদ্ধ হবে। প্রশ্ন ছিল আসছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে।
×