ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ নভেম্বর ২০১৮

রংপুরে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ নবেম্বর ॥ মানুষের মধ্যে উন্নয়নবোধ জাগ্রত হলে এবং কর দেয়ার বিষয়ে সচেতনতা বাড়লে দেশের রাজস্ব আয় বাড়বে বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ২০১০ থেকে শুরু করে এখন প্রতিবছর আয়কর মেলা হচ্ছে। এতে মানুষ কর প্রদানে উদ্বুদ্ধ হচ্ছে। আয়করের বিষয়ে মানুষের সচেতনতা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর কর অঞ্চল আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাত দিনব্যাপী শুরু আয়কর মেলার উদ্বোধনী আয়োজনে রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন, রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম।
×