ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বি চৌধুরীর যুক্তফ্রন্ট মহাজোটে আসছে, কাদেরের সঙ্গে বৈঠক

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ নভেম্বর ২০১৮

বি চৌধুরীর যুক্তফ্রন্ট মহাজোটে আসছে, কাদেরের সঙ্গে বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে জোটগত নির্বাচন করার আভাস দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্ট। এ ব্যাপারে শীঘ্রই যুক্তফ্রন্ট ও ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। মঙ্গলবার দুপুরে ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, আমরা কেন্দ্রীয় ১৪ দলে আসছি না, তবে আমরা মহাজোটের বিষয়ে আলোচনা করেছি। ১৪ দলের সঙ্গে জোটগত নির্বাচন অসম্ভব নয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) আবদুল মান্নান। যুক্তফ্রন্টের শীর্ষ এই দুই নেতা ধানম-ির কার্যালয়ে এলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের স্বাগত জানান। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বি চৌধুরী বলেন, আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকুও বলব। তবে আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো অবশ্য এর বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং শীঘ্রই আনুষ্ঠানিক আলোচনা শুরু করব আমরা যুক্তফ্রন্ট এবং ১৪ দল। এই সব বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা যাতে শুরু হয়, তার প্রক্রিয়া আজকে (মঙ্গলবার) থেকে শুরু। আপনারা কিছুদিন বিএনপি ও ঐক্যফ্রন্টে ছিলেন। কী কারণে এখন চৌদ্দ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি বি চৌধুরী বলেন, বিকল্পধারা জন্মের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেনি, বিএনপির বিরুদ্ধেও রাজনীতি করেনি। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। আমরা বিএনপির সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থেকে আশা করেছিলাম জিয়াউর রহমানের দল হিসেবে তারা জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তাদের (বিএনপি) সঙ্গে জামায়াতের যে আত্মার সস্পর্ক তৈরি হয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। এটা বিএনপির জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্যও দুঃখজনক। ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। কয়েকদিন ধরে আমাদের দলের মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে ওবায়দুল কাদেরের বেশ কয়েকবার আলাপ হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি ষড়যন্ত্র করছে, সেই সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিকরা একসঙ্গে হয়ে যাতে একটি সুন্দর নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যাতে বিজয় অর্জন করতে পারে, সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। মাহি বি চৌধুরী বলেন, ১৪ দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার ব্যাপারে আলাপ করেছি এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ১৪ দলে আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা ১৪ দলে আসছি না, আমরা মহাজোটের বিষয়ে আলোচনা করেছি। ইসলামী ঐক্যজোটও আসতে পারে মহাজোটে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে পারে দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটে থাকা ইসলামী ঐক্যজোট। জোটের একাধিক নেতার দাবি, এ ব্যাপারে ইতোমধ্যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটি নির্বাচনী সমঝোতাও হয়েছে। তারা চারটি আসনের নিশ্চয়তা চাইলেও তিনটি আসন পাওয়ার প্রাথমিক আশ্বাস পেয়েছে। বিজয় নিশ্চিত করতে দলীয় প্রতীকের বদলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার চিন্তাভাবনা চলছে দলটিতে। যোগাযোগ করা হলেও এ ব্যাপারে আওয়ামী লীগের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি।
×