ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আছেন চলচ্চিত্র তারকা, শীর্ষস্থানীয় আইনজীবী, ক্রিকেটারসহ বিভিন্ন পেশার মানুষ;###;একটিতে ৫২ মনোনয়ন প্রত্যাশী

নৌকার আরোহী হতে চান রেকর্ড সংখ্যক তারকা ব্যক্তিত্ব

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ নভেম্বর ২০১৮

নৌকার আরোহী হতে চান রেকর্ড সংখ্যক তারকা ব্যক্তিত্ব

বিশেষ প্রতিনিধি ॥ নৌকায় চড়তে চান সবাই। আলোচিত ব্যক্তি, একঝাঁক তারকা, বড় ব্যবসায়ী- এই তিন শ্রেণীর ব্যক্তি এবার ক্ষমতাসীন দলের মনোনয়ন দৌড়ে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসবের পাশাপাশি এবার মনোনয়ন নিয়েও নানা বৈচিত্র্যও ছিল দলটিতে। শুধু দলের নেতাকর্মীই নন, নৌকায় চড়তে এবার মনোনয়ন নিয়েছেন নানা পেশার মানুষ। চলচ্চিত্র তারকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় আইনজীবী, ক্রিকেটারসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা রীতিমতো মহড়া দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তেমনি একই পরিবারের চারজন, একাধিক আসনে পিতা-পুত্র, এক আসনেই ৫২ জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনা দলটিতে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, এবারের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগে বেশকিছু রেকর্ডও সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে এই প্রথম নৌকায় চড়তে এবার রেকর্ড সংখ্যক ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর শুধু মনোনয়ন ফরম বিক্রি করেই দলের তহবিলে রেকর্ড পরিমাণ প্রায় ১২ কোটি টাকা জমা পড়েছে। এতে করে ভোটের আগেই মাঠ গরম করতে সফল হয়েছে ক্ষমতাসীন দলটি। একদিকে যেমন মনোনয়ন কেনার হিড়িক লক্ষ্য করা গেছে। অন্যদিকে মনোনয়ন ফরম কিনে সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া ওয়ান ইলেভেনের সময় আলোচিত লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়ন সংগ্রহের বিষয়টিও ছিল তেমনি আলোচিত। এছাড়া তিনশ’ আসনের বিপরীতে গড়ে ১৩ জন করে মনোনয়নপ্রত্যাশী অতীতে কখনও হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাত্র সাত জন একক প্রার্থী হতে পেরেছেন। এত বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর তালিকা থেকে দলের একক প্রার্থী বাছাই করার বিষয়টিও দলটির সংসদীয় বোর্ডের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে। গত চারদিনে আওয়ামী লীগের ধানম-ি নির্বাচন পরিচালনা অফিসে সারা দেশ থেকে মনোনয়নপ্রত্যাশী ও কর্মী-সমর্থকদের মাঝে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী-সমর্থকরা ধানম-ির ৩ নম্বর সড়ক ও আশপাশ এলাকা সরগরম করে রাখেন। অনেক প্রার্থী ঢাকঢোল, ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমে গানবাজনায় মেতে ওঠে বিশাল বিশাল বহর নিয়ে ফরম সংগ্রহ করতে আসেন। এছাড়াও ছিল নৌকা প্রতীক, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ডিজিটাল ব্যানার, ফেস্টুন এবং পছন্দের প্রার্থীর ছবিসংবলিত টি-শার্টও পরে এসেছিলেন অনেকে। শুধু মনোনয়ন ফরম বিক্রি নয়, মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহীদের মধ্যেও ছিল বৈচিত্র্য। কেবলমাত্র আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই নয়, বিভিন্ন পেশার মানুষও নৌকায় চড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আলোচনায় শীর্ষে মাশরাফি ॥ একাদশ জাতীয় নির্বাচনে নৌকায় চড়তে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। গত রবিবার দুপুরে রীতিমতো শোডাউন করে মর্তুজা ধানম-ি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর দোয়াও নেন তিনি। মাশরাফি মনোনয়ন ফরম নিতে ধানম-ির কার্যালয়ের সামনে এলে সেখানে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মী নৌকা মার্কার স্লোগানে চারদিক প্রকম্পিত করে মাশরাফিকে স্বাগত জানাতেও এতটুকু কার্পণ্য করেননি। মাশরাফি নড়াইল-২ আসনে মনোনয়নপ্রত্যাশী। এই আসনের বর্তমান এমপি ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান। অন্যান্য মনোনয়নপ্রত্যাশী লাইন ধরে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মাশরাফির হাতে মনোনয়ন ফরম তুলে দেন খোদ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বড় বড় নেতারা। শুধু মাশরাফিই নন, জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও মাগুরা-১ আসনে প্রার্থী হচ্ছেন বলে আলোচনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মত পাল্টান সাকিব। প্রধানমন্ত্রী তাঁকে দেশের স্বার্থে আরও কিছুদিন ক্রিকেট খেলায় মনোযোগ দিতে বলেন। এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। একঝাঁক তারকার ‘নৌকা-দৌড়’ ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন ক্ষেত্র স্বনামধন্য একঝাঁক তারকা। তাঁদের মধ্যে খেলোয়াড়, রুপালি পর্দার তারকা যেমন আছেন, তেমনি চিকিৎসক, ব্যবসায়ী, সাবেক আমলা, সামরিক কর্মকর্তাসহ খ্যাতিমান ব্যক্তিরা। অন্তত দুই ডজন তারকা এবার নৌকায় চড়তে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জানা গেছে, রুপালি পর্দার তারকাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গাজীপুর-৫, খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী ঢাকা-১৭, অভিনেত্রী শমী কায়সার ফেনী-৩, রোকেয়া প্রাচী ফেনী-৩, নায়ক শাকিল খান বাগেরহাট-৩ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩। এছাড়াও কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম মানিকগঞ্জ-২, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম টাঙ্গাইল-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। খ্যাতিমান ব্যবসায়ীদের অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান ঢাকা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমাদ কুমিল্লা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান, তাবারুকুল তোসাদ্দেক খান টিটু, আমিনুল হক শামীম, ব্যবসায়ী নেতা এস এ মান্নান কচি, আতাউর রহমান খান আঁখির, আসলাম সানীসহ অনেক বড় বড় ব্যবসায়ী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বিভিন্ন পেশায় নিজের অবদানের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন এমন অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন হবিগঞ্জ-৪ আসনে এবং পুলিশের সাবেক মহাপরিচালক নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন দৌড়ে নেমেছেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান টাঙ্গাইল-৩ এবং দেশের শীর্ষ আইন কর্মকর্তা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মুন্সীগঞ্জ-২, বঙ্গবন্ধু হত্যা মামলার পাবলিক প্রসিকিউটর, দুদকের আইনজীবী এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ঢাকা-১৬ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ নোয়াখালী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এক আসনেই ৫২ মনোনয়নপ্রত্যাশী! ॥ একটি আসনে ৫২ জন মনোনয়ন ফরম কেনার ঘটনায় রীতিমতো তোলপাড়ের সৃষ্টি করেছে আওয়ামী লীগে। আসনটি হলো বরিশাল বিভাগের বরগুনা-১। এ আসনের বর্তমান এমপি হচ্ছেন এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আসনটির সব পর্যায়ের প্রায় সব বড় নেতাই নৌকা পেতে মনোনয়ন ফরম কিনেছেন। আর মাত্র একটি আসনেই মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে সাড়ে ১৫ লাখ টাকা। আওয়ামী লীগের দফতর সেল সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪০টি। রংপুরের কুড়িগ্রাম-৪ আসনে ৩০টি। নেত্রকোনা-১ ও ঝিনাইদহ-২ আসনে ২৬টি করে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২০টি। এছাড়া মোট সাতটি আসনে একজন করে মনোনয়নপ্রত্যাশী ফরম কিনেছেন। এগুলো হলো- ঢাকা বিভাগের গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনে শেখ সালাউদ্দিন জুয়েল। ঢাকা বিভাগের মৌলভীবাজার-১ আসন থেকে হুইপ শাহাবুদ্দিন এবং নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন দৌড়ে আলোচিত জেনারেল মাসুদ ॥ ২০০৭ সালে এক-এগারো পটপরিবর্তনের সময় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত শনিবার দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তাঁর পক্ষের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠরা। এ নিয়ে আসনটিতে মোট ১৪ জন প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ফেনী-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির আরেক আলোচিত-সমালোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীও। সৈয়দ আশরাফের দুই ভাইও মনোনয়ন দৌড়ে ॥ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ হয়ে দীর্ঘদিন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ-১ (সদর) আসন থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তাঁর ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলামও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে নৌকার প্রার্থী হতে চান রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ ও পৌর মেয়র মাহমুদ পারভেজও। নৌকায় চড়তে চান ব্যারিস্টার হুদা ॥ মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপি ছাড়ার পর বিএনএফ হয়ে তিনি বিএনএ জোট গঠন করেন। তবে এই জোটের কোন দলেরই নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১৭ আসনে নৌকা নিয়ে নির্বাচন করতে চান। মা লাঙ্গলে, ছেলে নৌকায় ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে রবিবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নেন ওই আসনের বর্তমান এমপি এ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি দলের লাঙ্গল প্রতীকে নির্বাচনে লড়বেন। অন্যদিকে ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন তাঁর ছেলে শামীম ইসলাম, যিনি যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং এদিনই জমা দেন। মনোনয়ন পেলে তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
×