ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিপুল সংখ্যক মোবাইল সেট আটক

প্রকাশিত: ০৫:৫২, ১৪ নভেম্বর ২০১৮

শাহজালালে বিপুল সংখ্যক মোবাইল সেট আটক

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যেকদিন সোনা ধরা পড়ায় চোরাকারবারিরা নিয়ে এসেছিল মোবাইল ফোনের চালান। তাতেও শেষ রক্ষা হয়নি। যারা সোনার চালান ধরিয়ে দেয় তারাই মোবাইল ফোনেরও গোপন সংবাদ দেয়। তাতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসা দুটি ব্যাগ থেকে ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট। মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যাঙ্কক থেকে একটি ফ্লাইটে আসা মালিকবিহীন দুইটি ব্যাগ থেকে মোবাইলগুলো জব্দ করা হয়। কালো ও ছাই রঙের ব্যাগ দুটির মধ্যে একটিতে ট্যাগ নম্বর রয়েছে। অন্যটি ট্যাগবিহীন। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ইউনিটের একটি দল ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে ‘ক্লাউডফোন লাইট’ ব্র্যান্ডের ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাঙ্কক থেকে আসা টিজি ৩৩৯ বিমানের একটি ফ্লাইটে দুটি ব্যাগ আসে। মালিক না পাওয়ায় ব্যাগ দুটি লস্ট এ্যান্ড ফাউন্ড কক্ষে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগ দুটি থেকে ৯০০ পিস ‘ক্লাউডফোন লাইট’ ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুল্ক আইনে মোবাইলগুলো জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, কোন যাত্রীর মাধ্যমে মোবাইলগুলো পাচার করা চেষ্টা করা হচ্ছিল তা জানাতে পারেনি গোয়েন্দারা।
×