ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুদিনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন সমঝোতা ॥ হাওলাদার

প্রকাশিত: ০৫:৫২, ১৪ নভেম্বর ২০১৮

দুদিনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন সমঝোতা ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ তিনদিনে এক হাজার ৯৮৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিরোধী দল জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেলে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে জাপার শীর্ষ নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে ফের মহাজোট গঠনের মধ্যদিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তারা। আগামী দুইদিনের মধ্যে আসন্ন বণ্টন চূড়ান্ত হবে বলেও জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে জাপার আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, শরিকদের সঙ্গে আসন বণ্টন করতে আরও অন্তত চারদিন সময় লাগবে। দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে, তারাই প্রতিটি আসনের জয়পরাজয়ে মূল ভূমিকা রাখবে। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে।
×