ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ঘুমের ওষুধে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ নভেম্বর ২০১৮

রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ঘুমের ওষুধে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যাত্রাবাড়ীতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিস্তানে ছিনতাইয়ের সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ পশ্চিম কাজীপাড়া এলাকার ৬৬২/২-এ নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে যুবকের মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে কাজল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকা ১৩৭ নম্বর ভবনের ৫ তলা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামে। ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় ছিনতাইয়ের সময় শফিক (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ২২শ’ টাকা উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সোমবার রাতে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেয় শফিক। এ সময় ওই নারী চিৎকার করলে জনতা ও টহল পুলিশ ধাওয়া দিয়ে শফিককে আটক করে।
×