ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনোনয়ন ফরম জমার সময় বাড়াল তরীকত

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ নভেম্বর ২০১৮

মনোনয়ন ফরম জমার সময় বাড়াল তরীকত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এক যুক্ত বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন ও অনুরোধের প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে পুনর্তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণকে ধন্যবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নির্বাচনী তফসিল পেছানোর কারণে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ৪ দিন পিছিয়ে ১৮ নবেম্বর পর্যন্ত করা হয়েছে। প্রার্থীদের স্বাক্ষাতকার ১৯ ও ২০ নবেম্বর অনুষ্ঠিত হবে। দলের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে ফরম সংগ্রহ করেছেন চেয়ারম্যান, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি, চট্টগ্রাম-২, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, কুমিল্লা-৮ ও ৯, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভা-ারী, চট্টগ্রাম-৪, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, চট্টগ্রাম-১৪, মজিবুর রহমান মানিক, নারায়ণগঞ্জ-৩, আলহাজ শাহ মোঃ আলী হোসেন, চাঁদপুর-১, এ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, মানিকগঞ্জ-২, মোহাম্মদ মনজুরুল হাসান খান, বাগেরহাট-২, কাজী আবুল কাশেম, বগুড়া-৪, মোঃ জাকির হোসেন, কুমিল্লা-২, মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, পাবনা-২, মোঃ আনোয়ার হোসেন, টাঙ্গাইল-৬, কাজী লতিফুল কবির রাসেল, কুড়িগ্রাম-১, মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর-১, মোঃ হাসানউদ্দিন মাইজভা-ারী, গাজীপুর-১ সহ ৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। উল্লেখিত সময়ের মধ্যে সকল প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য বিটিএফ মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী অনুরোধ জানিয়েছেন।
×