ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনী ইশতেহারে স্যানিটেশন অন্তর্ভুক্তির আবেদন

প্রকাশিত: ০৬:৩৬, ১৪ নভেম্বর ২০১৮

নির্বাচনী ইশতেহারে স্যানিটেশন অন্তর্ভুক্তির আবেদন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ওয়াশ সেক্টরের সঙ্গে জড়িত নেটওয়ার্ক ও সংস্থাসমূহের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওয়াটারএইড, ইউনিসেফ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ওয়াটার.অরগ্, এফএসএম নেটওয়ার্ক, ফানসা, ডব্লিউএসএসসি,বি, স্যানিটেশন এ্যান্ড ওয়াটার ফর অল এবং ওয়াশ এ্যালায়েন্স থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
×