ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ নভেম্বর ২০১৮

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৩ নবেম্বর ॥ আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল জলিল মিয়া (৫০), গোলাম রব্বানি (৪৫) ও শহিদার রহমান (৬০)। নিহতদের মধ্যে জলিলের বাড়ি সাপ্টিবাড়ি ইউনিয়নে ও অপর দুইজনের বাড়ি সারপুকুর ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী জানান, টিপার বাজার এলাকার খালেক ক্বারির তিন ছেলের সঙ্গে সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আব্দুল জলিল মিয়ার মধ্যে মাত্র ২৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে জমির ধান কাটা কে কেন্দ্র করে জলিল ওপর হামলা হয়। জলিলকে বাঁচাতে রব্বানী ও শহিদার এগিয়ে গেলে তাদেরকেও রামদা, হাসিয়া ও বল্লম দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই জলিল ও রব্বানীর মৃত্যু হয়। পরে শহিদারকে বাঁচাতে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে জাহেদুল এগিয়ে এলে জাহেদুলের পেটে বল্লম দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ঘাতকরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শহিদার ও জাহেদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শহিদারের মৃত্যু হয়। গুরুতর আহত জাহেদুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জাহেদুল আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। এ সংঘর্ষের ঘটনায় ওই গ্রামের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের লোকজন ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । খবর পেয়ে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল চৌধুরী ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলেন, সেখানে যেন আর কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে। বাকিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
×