ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাকাতের হামলায় ব্যবসায়ী দম্পতি আহত

প্রকাশিত: ০৬:৪২, ১৪ নভেম্বর ২০১৮

ডাকাতের হামলায় ব্যবসায়ী দম্পতি আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে ডাকাতদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী দম্পতি আহত হয়েছে। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম রমজান আর। সে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি কালীগঞ্জের হা-মীম গ্রুপ ইন্ডাস্টিয়াল পার্কে (সাবেক মসলিন কটন মিলস) এলাকায় হোটেল ব্যবসা করেন। জানা গেছে, মঙ্গলবার ভোরে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের হোটেল ব্যবসায়ী রমজানের বাড়িতে মুখোশ পরা ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ওই বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে তারা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করলে রমজান ও তার স্ত্রী বাধা দেয়। এ সময় ডাকাতরা রমজান ও তার স্ত্রী রোজিনা আক্তারকে মারধর করতে থাকে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জেগে উঠে মাইকে ঘোষণা দিয়ে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে রমজানের হাতে ও বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
×