ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে ৬ নারী

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ নভেম্বর ২০১৮

রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে ৬ নারী

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক তোড়জোড় চলছে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে। বর্তমান এমপিদের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা চোষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। তাদের পাশাপাশি এবার রাজশাহীর চারটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে নাম লেখিয়েছেন ৬ জন নারী নেত্রী। তারাও রয়েছেন ভোটের মাঠে। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারাও। ইতোমধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহের পর জমাও দিয়েছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগে ৩৩ শতাংশ নারীকে সরাসরি মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়ায় তাদের মধ্যে এনিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ কারণে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অবস্থান করছেন ঢাকায়। এবার রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসন থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেত্রীরা সরব হয়ে উঠেছেন। এসব সংসদীয় এলাকা থেকে সরাসরি মনোনয়ন পেতে নারী নেত্রীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে। এর মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ৬ নারী নেত্রী। এদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকেই মনোনয়ন সংগ্রহ করে দাখিল করেছেন চারজন। এদের মধ্যে রয়েছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের বর্তমান সাংসদ বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন ও জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রুখসানা মেহবুব চপলা। তারা একই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। এছাড়া রাজশাহী-৪ (বাগমারা) আসনের জন্যই এবার মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার আর রাজশাহী-২ (সদর) আসনের জন্য মনোনয়ন উত্তোলন করে দাখিল করেছেন এ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য। এছাড়া রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জন্য মনোনয়নপত্র তুলে দাখিল করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপক নার্গিস সুরাইয়া সুলতানা শেলী। রাজশাহী-৩ আসন মনোনয়নপ্রত্যাশী মর্জিনা পারভীন জানান, এর আগে দুই দফা তিনি এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যখন জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা এখানকার এমাপ ছিলেন। সেইবার তিনি তৃণমূলের ভোটে মেরাজ মোল্লার চেয়ে এগিয়ে ছিলেন। তিনি বলেন, এবারও মনোনয়ন প্রত্যাশায় কাজ করছি। রাজশাহী-২ ও ৪ দুটি আসনের যে কোনো একটি থেকে এবার মনোনয়ন পেতে চান সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক জিনাতুননেসা তালুকদার। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে এবার মনোনয়ন পেতে কাজ করছেন অধ্যাপক নার্গিস সুরাইয়া সুলতানা শেলী। অধ্যাপক নার্গিস সুরাইয়া বলেন, তিনি পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে মনোনয়ন পাবার যোগ্য। কারণ তাদের দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। তার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ৩৩ শতাংশ নারীদের মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন প্রধানমন্ত্রীর এ ঘোষণা নারীর ক্ষমতায়নের বাস্তবায়ন। সেই ঘোষণার পর তিনি জোরেশোরেই মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন।
×