ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল-৬ ॥ আওয়ামী লীগে নতুন প্রার্থীরা এগিয়ে

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ নভেম্বর ২০১৮

টাঙ্গাইল-৬ ॥ আওয়ামী লীগে নতুন প্রার্থীরা এগিয়ে

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে ময়দানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে প্রতিযোগিতা চলছে। মনোনয়নের প্রতিযোগিতার কারণে মাঠপর্যায়ের নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে মাঠ দখলে রেখেছে আওয়ামী লীগ। এই আসনটিতে জনসমর্থন থাকলেও বিএনপি মামলার ভয়ে ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে মাঠে দাঁড়াতেই পারছে না। তারপরও এ আসনে হেভিওয়েট সব প্রার্থী থাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ ও ২০১৪ সাল ছাড়া আওয়ামী লীগ এ আসন থেকে জয়ী হতে পারেনি। এর বাইরে বিএনপি ৫ বার, জাতীয় পার্টি ২ বার ও একবার স্বতন্ত্র প্রার্থী এ আসন থেকে বিজয়ী হয়। এ আসনের বর্তমান এমপি খন্দকার আবদুল বাতেন নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এড়িয়ে চলেন বলে অভিযোগ রয়েছে। দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকা-ে বর্তমান এমপি তাদের সম্পৃক্ত করেননি। এছাড়া অনেকেই তার বিরুদ্ধে চাকরি ও কমিশন বাণিজ্যের অভিযোগ আনেন। তারপরও তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এছাড়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসন থেকে তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম নির্বাচন করবেন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করছেন। অপরদিকে, এ আসনে বিএনপির রয়েছে বিশাল ভোট ব্যাংক। উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এছাড়া এই আসনে জাতীয় পার্টির আগের সেই অবস্থান নেই। কর্মী শূন্য হয়ে পড়েছে দলটি। এদিকে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক কর্মকা- তেমন নেই এই আসনে।
×