ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া-৪ আসন

সুলতানসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ নভেম্বর ২০১৮

সুলতানসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ নবেম্বর ॥ কুষ্টিয়া-৪ আসনের (খোকসা-কুমারখালী) সাবেক এমপি সুলতানা তরুণ জেলার একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী। এই আসেন তার পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদনপত্র জমা দেয়া হয়েছে। সুলতানা তরুণ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক শহীদ গোলাম কিবরিয়ার পুত্রবধূ এবং কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি জনপ্রিয় নেতা মরহুম আবুল হোসেন তরুণের স্ত্রী। স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর ২০০১ সালে এই আসনে দলীয় মনোনয়ন পান সুলতানা তরুণ। কিন্তু সে সময় বর্তমান এমপি আবদুর রউফ বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়। ২০০৮ সালে পুনরায় সুলতানা তরুণকে দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। কিন্তু এবার তিনি দলীয় মনোনয়ন পেতে অনেক আগে থেকেই মাঠে নামেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের কথা বলে নৌকার ভোট প্রার্থনা করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করলেও এলাকায় তাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। স্থানীয়রা বলছেন, কুমারখালীর ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সদস্য ও জেলার একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী তিনি। এ ছাড়াও প্রয়াত শশুর ও স্বামীর কারণে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হতে পারে। উল্লেখ্য, এই আসনে সুলতানা তরুণ ছাড়াও নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে অন্তত ১০ জন মনোনয়ন ফরম কিনেছেন।
×