ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকার মনোনয়ন দাবিতে ডোমার ও ডিমলায় মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ নভেম্বর ২০১৮

নৌকার মনোনয়ন দাবিতে ডোমার ও ডিমলায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ফারহানা আক্তার সুমিকে নৌকার প্রার্থীর দাবিতে মানববন্ধন করেছে নীলফামারী-১ আসনের ডোমার ও ডিমলা উপজেলার ২০টি ইউনিয়নের এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী এ সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নীলফামারী-১ আসনে ফারহানা আক্তার সুমীর মনোনয়ন চেয়ে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে। ফারহানা আক্তার সুমী আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) পদে দায়িত্ব পালন করছে। তার বাবা ডোমার উপজেলার মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। আসনটির ডিমলা উপজেলার মধ্যে ডিমলা বাজারের সুঠিবাড়ি সড়কে, সোনামনির ডাঙ্গা নামক স্থানে নাউতারা, গয়াবাড়ি, টেপাখাড়িবাড়ি ইউনিয়নের এলাকাবাসী, খগাখড়িবাড়ি বাজার পয়েন্টে বালাপাড়া, খগাখড়িবাড়ি, পশ্চিমছাতনাই ও পূর্বছাতনাই ইউনিয়নের এলাকাবাসী, চাঁপানী বাজার সড়কে ঝুনাগাছচাঁপানী ও খালিশাচাঁপানী ইউনিয়নবাসী, ডোমার উপজেলার পাঙ্গাবাজার সড়কে বামুনিয়া, বোড়াগাড়ী, পাঙ্গামটকপুর ইউনিয়নের এলাকাবাসী, চিলাহাটি বাজার সড়কে ভোগডাবুড়ি ও গোমনাতী ইউনিয়নবাসী ও কাজীরহাট বাজার সড়কে কেতকীবাড়ি ইউনিয়নবাসী এই মানববন্ধন করে। পৃথক পৃথক এ সব মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরিহর রায়,সিরাজুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফরিদ ইসলাম, সাহাদৎ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা শাহ আলম, ছাত্রলীগ নেতা নুরন্নবী প্রমুখ। বক্তারা বলেন, তরুণ নেতা হিসেবে ফারহানা আক্তার সুমী এলাকায় ব্যাপক জনপ্রিয়। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নীলফামারী-১ আসনে ফারহানা আক্তার সুমির বিকল্প নেই। স্বচ্ছ ইমেজ, আওয়ামী লীগের নারী সৈনিক হিসেবে তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চান। তাই আজ ডোমার ও ডিমলা উপজেলার ২০টি ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে বাধ্য হয়েছে।
×