ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুর-৫ আসনে নৌকার মনোনয়ন চান সফিকুর

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ নভেম্বর ২০১৮

চাঁদপুর-৫ আসনে নৌকার মনোনয়ন চান সফিকুর

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ নবেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, টেক্সটাইল পেশাজীবী সংগঠনের অন্যতম নেতা ও হামস গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান। তিনি মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিন রবিবার বিকালে ধানম-ি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ধানম-ির দলীয় কার্যালয়ে যান। ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান গত ২০ বছর ধরে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছেন। বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় এবং ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির লক্ষ্যে গণস্বাক্ষর ও গণআন্দোলনসহ ব্যাপক কর্মসূচী পালন করেন। তিনি প্রায় ২ যুগ ধরে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরিব, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায় গরিব, দুঃখী মানুষের জন্য আর্থিক সুবিধা, শীতবস্ত্র প্রদান, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ সংগঠনের সকল কর্মকা-ে নিজেকে নিয়োজিত রেখে আসছেন। তিনি ২ উপজেলার কয়েক শতাধিক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তাঁর নিজস্ব প্রতিষ্ঠান হামস গ্রুপে। এ ব্যাপারে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন তুষার বলেন, মানুষের কল্যাণে প্রায় ২ যুগ ধরে কাজ করছেন ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচার করে যাচ্ছেন, জনগণের বৃহৎ পরিসরে সেবা করার জন্য। তিনি একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান বলেন, আমি এলাকার সাধারণ জনগণের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমি গত ২০ বছর ধরে এলাকার উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এলাকাবাসী বিশ্বাস করে আমি নির্বাচিত হলে তারা বঞ্চিত হবেন না।
×