ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিত শর্মা- দ্য হিটম্যান

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ নভেম্বর ২০১৮

রোহিত শর্মা- দ্য হিটম্যান

গ্রেট শচীন টেন্ডুলকরের পর ভারতীয়রা এখন যার ক্রিকেটের ঘোরে বসবাস করছে তিনি বিরাট কোহলি। তার মাঠে নামার মানেই নিত্যনতুন রেকর্ড। মাঠ ও মাঠের বাইরে সুপার কোহলির ক্রেজ এতটাই, অন্যরা সেখানে ম্লান। নইলে রোহিত শর্মাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যেত। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি ও দেড় শতাধিক রানের ইনিংস, টি২০ ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ ভারতীয় ওপেনারের নামের পাশে এমন সব রেকর্ড লেখা হয়ে গেছে যেটি কোহলিরও নেই। খাঁটি ক্রিকেটপ্রেমীদের চোখে তিনি রোহিত ‘অগ্নি’ শর্মা, কারও মতে আবার ‘হিটম্যান’। কোহলির অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপের ট্রফি জয়ে নেতৃত্ব দিয়েছেন। রঙিন পোশাকে রোহিত ফর্মের উত্তুঙ্গ হওয়াটা ধরে রেখেছেন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। সেখানে ওয়ানডে-টি২০ দুই ঘরানাতেই গড়েছেন একের পর এক রেকর্ড। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে অনেকটা প্রত্যাশিতভাবে টি২০ সিরিজ জিতে নেয় ভারত। পরে সেটি ৩-০ করে স্বাগতিকরা। লক্ষেèৗয়ে দ্বিতীয় ম্যাচে ‘হিটম্যান’ রোহিতের (১১১*) ম্যারাথন সেঞ্চুরির সৌজন্যে ২ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ার পর ক্যারিবীয়দের ১২৪/৯Ñএ থামিয়ে দিয়ে ভারতের জয় এবার ৭১ রানে। সেদিন আন্তর্জাতিক টি২০ তে রেকর্ড সর্বাধিক ৪ সেঞ্চুরির মালিক বনে যান রোহিত। আর সুপার বিরাট কোহলিকে (২১০২) পেছনে ফেলে ভারতের হয়ে গড়েন সর্বোচ্চ টি২০ রানের (২২০৩) নতুন রেকর্ড। লক্ষেèৗয়ে ব্যাট হাতে খুনে ব্যাটিংয়ে মাত্র ৬১ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১১১ রানের অপরাজিত থাকেন রোহিত। শুধু রান আর সেঞ্চুরি নয়, এদিন বেশ কয়েকটি রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ৩১ বছর বয়সী মহারাষ্ট্র হিরোÑ ৫৮ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন রোহিত। আন্তর্জাতিক টি২০তে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ৪ সেঞ্চুরির অনন্য রেকর্ড। ৩ সেঞ্চুরি নিয়ে এতদিন যৌথভাবে নিউজিল্যান্ডের কলিন মুনরোর পাশে ছিলেন তিনি। এছাড়া ৫৮ ইনিংসে ২১০২ রান করে এতদিন ভারতীয়দের মধ্যে টি২০ রানে সবার ওপর ছিলেন বিরাট কোহলি। এদিন ৭৯তম ইনিংসে রোহিতের নামের পাশে ২২০৩ রান। বিশ্ব ক্রিকেটে অবশ্য এই তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। ৭৩ ইনিংসে ২২৭১ রান নিয়ে সবার ওপরে ব্ল্যাক-ক্যাপস তারকা মার্টিন গাপটিল। ম্যাচে সেদিন শিখর ধাওয়ান ৪৩ রান করে আউট হন। ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান গড়েন ১২৩ রানের জুটি। দু’জনের তৃতীয় সেঞ্চুরি জুটি । রোহিত আবার কোহলিরও সঙ্গে সমানসংখ্যক সেঞ্চুরি জুটি গড়েছেন। তালিকায় বাকিরা হলেন ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন, গাপটিল-কেন উইলিয়ামসন ও গাপটিল-মুনরো। টি২০ জুটিতে রোহিত-ধাওয়ানের মোট রান ১২৬৮, ১১৫৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ওয়ার্নার-ওয়াটসন। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে সব ধরনের টি২০তে রোহিতের মোট সেঞ্চুরি তৃতীয় সর্বাধিক ৬টি। ২১ সেঞ্চুরিতে তালিকায় সবার ওপর ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সাতটি করে সেঞ্চুরি ব্রেন্ডন ম্যাককুলাম, লুক রাইট এবং মাইকেল ক্লিংগার। আন্তর্জাতিক টি২০তে রোহিতের মোট হাফ সেঞ্চুরি ১৯টি (চার সেঞ্চুরিসহ)। এটিও নতুন রেকর্ড। ১৮ হাফ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন এই সিরিজে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক কোহলি। আন্তর্জাতিক টি২০তে ৯৬ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে রোহিত। সমান ১০৩টি ছক্কা হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে গেইল ও গাপটিল। সব ফরমেট মিলিয়ে এ বছর (২০১৮ সালে) সবচেয়ে বেশি ৬৯টি ছক্কা মেরেছেন রোহিত। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন তিনি। গত বছরই হিটম্যান রোহিতের ছক্কা ছিল ৬৫টি। তালিকায় তৃতীয় স্থানে এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে ৬৩টি আন্তর্জাতিক ছক্কা হাঁকিয়েছেন প্রোটিয়া তারকা। এদিনের ১১১ রান টি২০তে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সর্বোচ্চ ১১৮ তারই, গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে রোহিতের মোট রান ১১,১২৩। ভারতীয়দের মধ্যে দশম সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন গ্রেট ভিভিএস লক্ষ্মণকে। পুরো নাম রোহিত গুরু শর্মা। তিনি আসলেই গুরু। চার-ছক্কা, সেঞ্চুরি-দেড় শ’ আর ডবল সেঞ্চুরির গুরু! ওয়ানডে ক্রিকেটে একটি ডবল সেঞ্চুরির কথাই এক সময় ভাবা যেত না। অনেক গ্রেটের ভাগ্যেই সেটি জোটেনি। অথচ পঞ্চাশ ওভারের ম্যাচে মাত্র ৩০ বছর বয়সে তিনটি ডবল সেঞ্চুরির মালিক রোহিত। টি২০ সিরিজের আগে মুম্বাইয়ের ওয়ানডে ম্যাচে সপ্তমবারে মতো তুলে নেন দেড় শ’ রানÑ উভয় ক্ষেত্রেই যেটি রেকর্ড। আউট হওয়ার আগে ২০ চার ও ৪ ছক্কায় মাত্র ১৩৭ বলে খেলেন ১৬২ রানের দুরন্ত এক ইনিংস। সাজঘরে ফেরার সময় দলের ইনিংসে আরও ৬টি ওভার বাকি ছিল। অর্থাৎ একটু দেখে খেললে আরও একটি ডবল সেঞ্চুরি হয়ে যেতে পারত। ব্যাটিং পার্টনার দিনের আরেক সেঞ্চুরিয়ান আমবাতি রাইডুও বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিন্তু রোহিত জানিয়েছেন, ডবল সেঞ্চুরি নয়, দলের জন্যই খেলেন তিনি। ব্যাটিংয়ের সময় আমি কখনও সেঞ্চুরি বা ডবল সেঞ্চুরির কথা ভাবি না। আমি শুধু নেমে ব্যাটিং করতে চাই, রান করতে চাই এবং দলকে ভাল একটা অবস্থানে নিয়ে যেতে চাই। আমি যে তিনটি ডবল সেঞ্চুরি করেছি, সেগুলোর একটাতেও ভাবিনি যে দুই শ’ হবে বা এমন কিছু। খেলতে খেলতেই হয়ে যায়। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেন রোহিত। তিনি আরও যোগ করেন, এমনকি আজও (আম্বাতি) রাইডু আমাকে বলছিল যে আমি দুই শ’ করতে পারব। কিন্তু আমি দুই শ’র কথা না ভেবে আমার ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যত বেশি রান করে রাখা যায়। কারণ এই মাঠে (মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়াম) দ্বিতীয় ইনিংসে বোলিং করাটা সহজ নয়। তবে আমরা অসাধারণ বোলিং করে তাদের অলআউট করে দিয়েছি। এশিয়া কাপের দুর্দান্ত রোহিতকে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। প্রথম ম্যাচেই খেললেন অপরাজিত ১৫২, মাঝখানে দুই ইনিংসে ব্যর্থ হওয়ার জ্বালা জুড়োলেন এদিন ১৬২ রানের ইনিংস খেলে! একই সিরিজ বা টুর্নামেন্টে কোন ব্যাটসম্যানের দুটি ১৫০+ ইনিংস এর আগে একবারই দেখা গেছে। সেটি করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা, ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে। রোহিতের জন্য ১৫০ অবশ্য কোন ঘটনাই নয়। এ নিয়ে সপ্তমবার দেড় শ’ পেরোনো ইনিংস খেললেন। এখনকার রেকর্ড পরিমাপের একক হয়ে ওঠা বিরাট কোহলির চেয়ে সংখ্যাটি প্রায় দ্বিগুণ! কোহলি দেড় শ’ পেরিয়েছেন চারবার। ওয়ানডেতে দেড় শ’ রানের ইনিংস খেলায় রোহিতের সবচেয়ে কাছে আছেন শচীন টেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নার (পাঁচবার করে)। কোহলি ছাড়াও ক্রিস গেইল, হাশিম আমলা ও সনাৎ জয়সুরিয়া। রোহিতের সব দেড় শ’ এসেছে ২০১৩ সালের পর। ওয়ানডেতে রেকর্ড ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডটিও তার। ১৩৭ বলে ১৬২ রানের ইনিংস খেলেন রোহিত। ২০টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। সিরিজে যেটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে ২১তম। প্রথম ওয়ানডেতে করেছিলেন ১৫২। সেদিন সর্বাধিক দেড় শ’ রানের ইনিংসের তালিকায় গ্রেট শচীন টেন্ডুলকরকে পেছনে ফেলেছিলেন। আরেকটি দেড় শতাধিক রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ডটিকে আরও মজবুত করেন। ওয়ানডেতে রোহিতের মোট ছক্কা এখন ১৯৮টি। ২১১ ছক্কায় ভারতীয়দের মধ্যে সবার ওপর মহেন্দ্র সিং ধোনি। দুই থেকে তিনে নেমে যাওয়া শচীনের ছক্কা ১৯৫টি।
×