ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহিনূর আকতার

নেইমার-ব্রুনার বিচ্ছেদ

প্রকাশিত: ০৬:৫০, ১৪ নভেম্বর ২০১৮

নেইমার-ব্রুনার বিচ্ছেদ

ফুটবল মাঠে দারুণ সময় পার করছেন নেইমার। রবিবার শক্তিশালী মোনাকোর বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর ফলে দলও পেয়েছে বড় জয়। তবে মাঠের বাইরে খারাপ সময় পার করছেন নেইমার। বান্ধবী ব্রুনা মারকুইজিনের সঙ্গে আবারও বিচ্ছেদ ঘটেছে তার। ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় ব্রুনা-নেইমারের। সেই থেকে পরিচয়। ধীরে ধীরে মন দেওয়া-নেওয়া শুরু তাদের। একপর্যায়ে তাদের সম্পর্ক রূপ নেয় প্রণয়ে। গত ছয় বছর ধরে একে অন্যকে ভালোবেসে আসছেন স্বদেশি এই দুই তারকা। যদিও এই ছয় বছরের পুরোটা সময় তারা টানা একত্রে থাকতে পারেননি। বারবার ঘটেছে বিচ্ছেদ। তবে থেমে থাকেননি তারা। আবারও এসেছেন একে অপরের সান্নিধ্যে। এই জুটির ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, আবারও ঘটেছে তাদের বিচ্ছেদ। এ নিয়ে তৃতীয় বারের মতো সম্পর্কে ভাঙন ধরল নেইমার-ব্রুনা জুটির। ছয় বছর আগে প্রেমের সম্পর্কে জড়ানোর দুই বছরের মাথায় প্রথম বারের মতো বিচ্ছেদ ঘটে এই জুটির। ভেঙে যাওয়া সম্পর্ক নেইমার-ব্রুনা আবার জোড়া দিয়েছিলেন ২০১৬ সালে। ওই বছর ঘরের মাঠের অলিম্পিক আসরে স্বর্ণ জেতে ব্রাজিল। সেবার নেইমারের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ব্রুনা। বছর ঘুরতে না ঘুরতেই অবশ্য আবারও ঘটে বিচ্ছেদ। কারণ ছিল অজানা। এরপর গত বছরের থার্টিফার্স্ট নাইটের এক পার্টিতে আবারও দেখা হয় তাদের। মান-অভিমান দূরে ঠেলে আবারও জড়ান সম্পর্কে। সর্বশেষ, বৃহস্পতিবার তৃতীয় বারের মতো ভাঙে তাদের সম্পর্ক। নিশ্চিত করেছেন ব্রুনা নিজেই। আবারও কেন ভাঙল সম্পর্ক? আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন, রাজনৈতিক ইস্যুতে এবার ঝামেলা লেগেছে এই জুটির। দিও ব্রুনা অস্বীকার করেছেন তা। ব্রাজিলিয়ান এই মডেল জানিয়েছেন, এবার সম্পর্ক ভেঙেছে নেইমারের জন্যই। তবে বিচ্ছেদ হলেও নেইমারের প্রতি এখনো তার ভালোবাসা রয়েছে বলে জানান ব্রুনা। তার মতে, ‘এটা নেইমারের সিদ্ধান্ত। তবে এখনো এখানে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আছে তার জন্য। আসলে আমরা যা নিয়েছিলাম সবকিছুর জন্যই আছে সেটা। আপনারা জানেন, আমি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে এটা নিয়ে আমি বলছি। আসলে আমাকে এটা এক বার না এক বার বলতেই হতো।’ স্বদেশী ক্লাব সান্তোস থেকে বার্সিলোনা হয়ে গত বছরেই প্যারিসে নতুন করে ঠিকানা গড়েন নেইমার। এরপর তার দলবদল নিয়ে শুরু হয় একের পর এক গুঞ্জন। কখনও সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরছেন। আবার কখনও শুনা যায় নতুন করে ঠিকানা গড়ছেন বার্সিলোনারই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। আবারও সেই পুরোনো কথাটা নতুন করে শুনা যাচ্ছে গণমাধ্যমে। রিয়াল নয়, প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে তার সাবেক ক্লাব বার্সিলোনাতেই যেতে চান নেইমার। তবে প্যারিস থেকে নেইমারের বার্সিলোনায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে স্বীকার করেছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ আর্নেস্তো ভালভার্দে। তবে বিষয়টিকে একেবারে উড়িয়েও দিচ্ছেন না মেসি-সুয়ারেজদের কোচ। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। চুক্তির বিপুল পরিমান অর্থ তাকে সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবেও প্রতিষ্ঠিত করে। বার্সা ছাড়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই তারকা ধারাবাহিক ভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। লীগ ওয়ানের ১৬ ম্যাচে করেছেন ২৭ গোল। যদিও অনেকেই মনে করেন ফ্রান্সের রাজধানীতে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হচ্ছে নেইমারকে। পিএসজিতে যোগদানের পর থেকেই ২৬ বছর বয়সী নেইমারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে রাশিয়া বিশ্বকাপের আগে তার রিয়াল মাদ্রিদে যোগ দেবার জোড় গুঞ্জন শুনা গিয়েছিল। সম্প্রতি শোনা যায় তার পুরনো ক্লাব বার্সিলোনায় ফেরার কথা। এ বিষয়ে মুখ খুলেছেন কাতালানদের কোচ আর্নেস্তো ভালভার্দে। তিনি বলেন, ‘মৌসুমের যেকোন সময়ই এই বিষয়টি নিয়ে চিন্তা করা যায়। কিন্তু নেইমার সবসময়ই ভিন্ন কোন পরিবেশে, ভিন্ন কোন দলে খেলতে চেয়েছে। এগুলো সবই গুজব। এমনকি এটা মোটেও ট্রান্সফারের কোন সময় না। সে কারনে আমি খেলোয়াড়ের দলবদল নিয়ে কথা বলতে পারিনা। আগামী মাসেও এই ধরনের কোন সম্ভাবনা নেই। ফুটবলে সবই সম্ভব। কিন্তু নেইমারের বিষয়টি কঠিন, তবে আমি সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছিনা, দেখা যাক কি হয়।’ ফরাসি ফুটবলে খেলোয়াড়দের জরিমানা করার ঘটনা অনেকটাই কম। তবে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে পিএসজি। তারা এমন কিছু নিয়ম করে নিয়েছে, যেখানে দলের চাহিদা পূরণ না করা হলে জরিমানা করা হতে পারে খেলোয়াড়দের। ‘স্পেশাল এনভয়’ নামের রিপোর্টে পিএসজি খেলোয়াড়দের এই কারণেই শিরোনাম হতে দেখা গেছে। এমনকি খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার সময় দলটির নিয়ম অনুসারে ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে তালি দিয়ে বা স্যালুট করে সাধুবাদ জানানো বাধ্যতামূলক করা হয়েছে নেইমারদের জন্য। এই নিয়ম ভঙ্গ করলে শাস্তির বিধান রেখেছে পিএসজি। বেতনের ৫-১৫ শতাংশ থেকে কেটে নেয়া হতে পারে চুক্তির মূল্য অনুসারে। সেটি জমা থাকবে পিএসজি ফাউন্ডেশনে। তবে নেইমার ও থিয়াগো সিলভা এই নিয়ম অস্বীকার করেছেন। অধিকাংশ দেশেই ক্লাব ফুটবলের নিয়ম ভাঙার জন্য ফুটবলারদের জরিমানার নিয়ম নেই, ফ্রান্সেও নেই। এমনকি ইংল্যান্ডে অনুশীলনে দেরি করে আসার কারণে খেলোয়াড়দের জরিমানা করার বিধান থাকলেও ফ্রান্সে সেটি নেই। এই নিয়ম অনুসারে খেলার সঙ্গে জড়িত খেলোয়াড়সহ স্পন্সর, দায়িতপ্রাপ্ত কর্মকর্তা, প্রতিপক্ষকে সম্মান দেয়া এমনকি অনুশীলনে সময়মতো হাজির হওয়া এবং দলকে সম্মান করার মতো বিষয় যোগ করা হয়েছে। লীগ ওয়ানের শেষ ম্যাচে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এই ম্যাচে একটি গোল করেন নেইমার। এমন পারফর্মেন্সে খুশি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে পারফেক্ট পিএসজি থেকে আরও বেশি চান নেইমার। লীগে টানা ১৩ ম্যাচে জয় পেয়েছে পিএসজি। লীগ টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে। অন্যদিকে কাভানি হ্যাটট্রিক করে লীগে টপ স্কোরারের তালিকায় উঠে এসেছে। তার গোল এখন আটটি। এমন পারফর্মেন্সে খুশি নেইমার। তিনি বলেন, ‘আমি খুব খুব খুশি গোলের জন্য এবং বিশেষ করে জয়ের জন্য। কাভানির হ্যাটট্রিক শুধু তাকেই নয়, আমরাও খুশি তার গোল পাওয়ার জন্য। সে আমাদের নাম্বার নাইন। আমি আশা করি আমরা আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং রেকর্ড আরও আরও বাড়িয়ে নিতে পারব।’
×