ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমিক চরিত্রের স্রষ্টা স্ট্যান লির চিরবিদায়

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ নভেম্বর ২০১৮

কমিক চরিত্রের স্রষ্টা স্ট্যান লির চিরবিদায়

স্ট্যান লি বেশ কিছুদিন ধরেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। কিংবদন্তি এই কমিক লেখকের জন্ম ১৯২২ সালে, রুমানিয়া থেকে নিউ ইয়র্কে অভিবাসী হওয়া এক শ্রমজীবী পরিবারে। দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের সেই দিনগুলোতেই হয়ত তার মনের গভীরে জন্ম নিতে শুরু করে ভবিষ্যতের দুনিয়া কাঁপানো সুপারহিরোরা। কৈশোরেই স্ট্যান লি কাজ শুরু করেন টাইমলি পাবলিকেশনসের কমিক বিভাগে। মাত্র ১৮ বছর বয়সে তিনি কমিক এডিটর হয়ে যান। দুনিয়া কাঁপানো অনেক সুপারহিরোর এই স্রষ্টা সব সময় বিশ্বাস করতেন ভাগ্যে। তার ভাষায়, সৌভাগ্যের চেয়ে বড় ‘সুপার পাওয়ার’ আর কী হতে পারে! কিন্তু সেই ভাগ্যই জানান দিল স্পাইডারম্যান, ইনক্রেডিবল হাল্কের মতো কমিক চরিত্রের স্রষ্টা মার্কিন লেখক মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি আর নেই। সূত্র : ইন্টারনেট
×