ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ১-১ নেপাল

আঁখির শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ১৪ নভেম্বর ২০১৮

আঁখির শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দুই ম্যাচে হারতে হয়েছিল বড় ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটাও হয়ে গিয়েছিল ধূলিসাৎ। আশঙ্কা ছিল শেষ ম্যাচেও না জানি বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পেতে হয়। না, বড় ব্যবধানে হারতে হয়নি। তবে জয়ও আসেনি। লড়াকু ফুটবল খেলে ভাগ্যে জুটেছে ড্র। ওমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এশিয়ান বাছাই প্রথম রাউন্ডের খেলায় (গ্রুপ ‘সি’) মঙ্গলবার ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রতিপক্ষ ছিল নেপাল। আগে গোল হজম করায় লাল-সবুজরা আরেকটি হারের মুখদর্শন করতে যাচ্ছে- এমনটাই শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল করে নাটকীয়ভাবে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ইনজুরি ও সংযুক্তি সময়ে (৯০+৩ মিনিটে) গোল করে ডিফেন্ডার আঁখি খাতুন। এবার আর অসহায়ভাবে আত্মসমর্পণ করেনি লাল-সবুজ বাহিনী। লড়াই করেই ড্র করে মাঠ ছেড়েছে তারা। আগের দুই ম্যাচে শোচনীয়ভাবে হারার কথা মাথায় রাখলে শেষ ম্যাচে বেশ ভালই খেলেছে বাংলাদেশ, এটা স্বীকার করতেই হবে। এবার অন্তত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ১৭ মিনিটে নিরু থাপার গোলের সুবাদে লিড নেয় হিমালয়ের দেশ নেপাল। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শাণায় প্রতিপক্ষের সীমানায়। কিন্তু কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। যখনই মনে হচ্ছিল হারতে যাচ্ছে বাংলাদেশ, তখনই নাটকীয়ভাবে সমতায় ফেরে তারা। আঁখি খাতুনের গোলে হার এড়াতে সক্ষম হয় বাংলাদেশ দল।
×