ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীপিকার বিয়েতে অতিথিদের জন্য নিয়ম

প্রকাশিত: ১৭:৫১, ১৪ নভেম্বর ২০১৮

দীপিকার বিয়েতে অতিথিদের জন্য নিয়ম

অনলাইন ডেস্ক ॥ বিয়েতে আমন্ত্রিত অতিথিদের খাতির-যত্নের কোনও ত্রুটি রাখতে চান না দীপিকা-রণবীর। কিন্তু অতিথিদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এই জুটি। বিয়ের দিন আমন্ত্রিত অতিথিরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনওরকম ছবিও তোলা যাবে না। নিরাপত্তার কারণে অতিথিদের নিমন্ত্রণপত্রের QR কোড স্ক্যান করা হবে। বিয়েতে উপহারের বদলে অতিথিদের 'দা লিভ লাভ লাফ ফাউন্ডেশন'-এ অর্থদান করার অনুরোধ করা হয়েছে দীপিকা-রণবীরের পক্ষ থেকে। নিঃসন্দেহে বলা যায়, এটি একটি অভিনব প্রয়াস। গতকাল অফিসিয়াল এনগেজমেন্ট সেরেছেন দীপিকা-রণবীর। কোঙ্কনি রীতি মেনে দীপিকা পাদুকোনের বাবা তাঁকে নারকেল দেন ও তাঁর পা ধুইয়ে দেন। এইভাবেই রণবীরকে ও তাঁর পরিবারকে আহ্বান জানান দীপিকার পরিবার। তারপরেই আংটি বদল করেন দীপিকা-রণবীর। আজ রাতে হবে সংগীতের অনুষ্ঠান। ১৪ ও ১৫ নভেম্বর কোঙ্কনি ও সিন্ধ্রি মতে হবে বিয়ের অনুষ্ঠান।
×