ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে এক মাসে ১০ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ নভেম্বর ২০১৮

সিলেটে এক মাসে ১০ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত একমাসে ১০ লাখ টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছয়টির বেশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়। ল্যাফটেনেন্ট কর্ণেল সায়ীদের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে ৫২ বিওপি ও ১৯ বিওপি’র চৌকস দল মূখ্য ভূমিকা পালন করে। বিজিবি সূত্রে জানা যায়, দেশের বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েক বছর ধরে অবৈধ সিগারেটের ব্যবসা বেড়েই চলছে। এ বাজার ধরতে সংঘবদ্ধ কয়েকটি চক্র বৃহত্তর রংপুর, রাজশাহী এবং পাশ্ববর্তী দেশ ভারত ও মায়ানমার থেকে নিম্নমানের সিগারেট এনে ছড়িয়ে দিচ্ছে। ফলে সিলেটের বাজারে দিন দিন এই অবৈধ সিগারেটের বানিজ্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি তৎপর হয়ে অভিযান চালাচ্ছে । বিজিবি থেকে আরো জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অবৈধ পণ্যের চোরাচালান রুখে দিতে ভবিষ্যতে আরো জোরদার অভিযান পরিচালনা করা হবে।
×