ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘থ্যাংক ইউ পিএম’ বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি রিজভীর

প্রকাশিত: ২১:০৩, ১৪ নভেম্বর ২০১৮

‘থ্যাংক ইউ পিএম’ বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি রিজভীর

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘থ্যাংক ইউ পিএম’ শিরোনামের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। ভোটের মওসুমে টেলিভিশনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যেসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “টিভি খুললেই দেখবেন অনেক চ্যানেলে ‘থ্যাংক ইউ পিএম’ এর বিজ্ঞাপন চলতে থাকে। কিছুক্ষণ খেয়াল করলে বোঝা যাবে বিজ্ঞাপনদাতা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। কী উন্নয়ন হয়েছে সেটা দেখিয়ে বাচ্চা ছেলেসহ বিভিন্নজনকে দিয়ে বলানো হয় থ্যাংক ইউ পিএম।” নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী প্রশ্ন করেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর এই ধরনের বিজ্ঞাপন প্রচারে বিধি লঙ্ঘণ হচ্ছে কি? “আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এই ধরনের প্রচার চালু রাখা হচ্ছে? এর মাধ্যমে নির্বাচনী প্রচারে সমান সুযোগের বিধান লঙ্ঘন করা হচ্ছে। আমরা অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে এই ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।” রিজভী অভিযোগ করেন, নির্বাচন কমিশন অসন্ন নির্বাচনের সময়ে গণমাধ্যমও নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণে ভোট কেন্দ্র থেকে টেলিভিশনের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।নির্বাচনের সময় ‘গণমাধ্যমে’ সকল রাজনৈতিক দলের সমান প্রচারের দাবি জানান রিজভী। সংবাদা সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, শাহ মো. আবু জাফর, মুনির হোসেন, মীর আলী নেওয়াজ আলী, সাইফুল ইসলাম পটু, জয়পুরহাটের নেতা জাসাস সহসভাপতি জাহেদুল আলম (হিটো)উপস্থিত ছিলেন।
×