ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাহমুদউল্লাহর শতকের পর বাংলাদেশের ইনিংস ঘোষণা

প্রকাশিত: ২১:৪২, ১৪ নভেম্বর ২০১৮

মাহমুদউল্লাহর শতকের পর বাংলাদেশের ইনিংস ঘোষণা

অনলাইন রিপোর্টার ॥ মিরপুর টেস্টে ৬ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১০১ ও মিরাজ ২৭ রানে অপরাজিত আছেন। ৭ম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান করেছে ৭৩ রান। জিম্বাবুইয়েকে জিততে হলে করতে হবে ৪৪৩ রান। বাংলাদেশ প্রথম ইনিংস ৫২২/৬ডি. পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ২২৪ রানে ঘোষণা করে। জিম্বাবুইয়ে প্রথম ইনিংসে করে ৩০৪ রান। দলে নড়বড়ে হয়ে যাওয়া জায়গাটা সেঞ্চুরিতে দৃঢ় করে নিলেন মাহমুদউল্লাহ। সাড়ে আট বছরের বেশি সময় পর টেস্টে খেললেন তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। ২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। তারপর থেকে আশির ঘরে যেতে পারেন কেবল একবার। এই বছরের শুরুতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলার পর টেস্টে সময় খুব বাজে কাটছিল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। মিরপুর টেস্টের আগে সবশেষ নয় ইনিংসে পাননি কোনো ফিফটি। এই সময়ে তিনটি ডাকসহ পাঁচ ইনিংসে ফিরেন এক অঙ্কের ঘরে। শের-ই-বাংলায় প্রথম ইনিংসে থিতু হয়ে ফেরা মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে সুযোগ হাতছাড়া করেননি। দলের ভীষন প্রয়োজনের সময় করেছেন সেঞ্চুরি। ১২২ বলে খেলা তার অপরাজিত ১০১ রানের ইনিংস গড়া চারটি চার ও দুটি ছক্কায়।
×