ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলার বোরহানউদ্দিনে হরিণের মাংসসহ আটক-১

প্রকাশিত: ২২:৩৫, ১৪ নভেম্বর ২০১৮

ভোলার বোরহানউদ্দিনে হরিণের মাংসসহ  আটক-১

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হরিণের মাংসসহ ঝন্টু চন্দ্র দাস নামক এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়া পুলিশ উদ্ধার করে। বোরহানউদ্দিন থানার ওসি অসীম সিকদার সাংবাদিকদের জানান , মঙ্গলবার রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তারা টহল পুলিশের দায়িত্ব পালনকালে ঝন্টু চন্দ্র দাসকে রাস্তার উপর বস্তা ভর্তি হরিণের মাংস ও একটি চামরা সহ তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা অপর সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, আটকৃত মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের । ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজ নগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
×