ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকা পাগল বাদশা মিয়া

প্রকাশিত: ২২:৪২, ১৪ নভেম্বর ২০১৮

নৌকা পাগল বাদশা মিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ আদর্শের রাজনৈতিক দল ও দলের প্রতীকের প্রতি কার না আসক্তি রয়েছে ? নেতা থেকে শুরু করে কর্মীসহ সমর্থকদের মাঝেও ওই আসক্তি কাজ করে। এরপরও কিছু কিছু ভিন্নতর আসক্তি দেখে মানুষকে হতবাকই হতে হয়। এমনই একজন হলেন বাদশা মিয়া (৫০), যিনি স্বল্পআয়ের লোক হবার পরও আওয়ামী লীগ ও তার দলীয় প্রতীক নৌকার প্রতি ভীষণভাবে আসক্ত। মঙ্গলবার রাতে শেরপুর শহরের বটতলা এলাকায় নিজের তৈরি গাড়িতে উঠানো সুন্দর কারুকাজ খচিত বৈঠাসহ নৌকা নিয়ে ঘুরতে দেখা যায় ‘নৌকা পাগল’ বাদশা মিয়াকে। জানা যায়, সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে বাদশা। পেশায় একজন সাইকেল মিস্ত্রি। ভিটেমাটি ছাড়া কোন সহায়-সম্পদ না থাকায় ওই পেশার উপার্জনে ৪ মেয়ে ও স্ত্রীসহ ৬ জনের সংসার চলে অনেকটা কষ্টেই। তবুও পছন্দের দল ও দলের প্রতীকের প্রতি তার আসক্তি ছোটকাল থেকেই। দলের কোন পদ-পদবীতে না থাকলেও দলের যেকোন নির্বাচনেই তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। এবার জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তার ইচ্ছে জাগে একটি সুন্দর নৌকা বানানোর। তাই কাঠ, বাঁশ, রড, কাপড় ও চাকা এবং মজুরিসহ প্রায় ৫ হাজার টাকা ব্যয়ে গত ১ নবেম্বর তৈরি করেছেন সুন্দর একটি নৌকা। লাল-সবুজে খচিত নৌকাটির ছই জাতীয় পতাকায় ঘেরার পাশাপাশি একটি কাঠের তৈরি খুটিতেও টানানো হয়েছে জাতীয় পতাকা। পাশে রয়েছে কাঠের বৈঠা। লোহা দিয়ে তৈরি প্রায় ২ ফুট উচ্চতার ৪ চাকার ছোট্ট গাড়িতে বসানো হয়েছে সেই নৌকা, যা নিজ হাতে ঠেলে নিয়ে ঘুরা যায় সহজেই। এ ব্যাপারে বাদশা মিয়া বুধবার দুপুরে দৈনিক জনকণ্ঠকে জানান, ‘কি পাইলাম বা না পাইলাম হেইডা বড় কতা না। বঙ্গবন্ধু ও তার মাইয়া শেখ হাসিনারে ভালোবাসি বইল্যাই নৌকারেও ভালোবাসি। যতদিন বাঁইচা আছি, ততদিনই আমার এই ভালোবাসা থাকব।’
×