ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের শেষ দিনে জেতার জন্য প্রয়োজন জিম্বাবুইয়ের ৮ উইকেট

প্রকাশিত: ০০:২৭, ১৪ নভেম্বর ২০১৮

বাংলাদেশের শেষ দিনে জেতার জন্য প্রয়োজন জিম্বাবুইয়ের ৮ উইকেট

অনলাইন রিপোর্টার ॥ মিরপুর টেস্টে শেষ দিনে জেতার জন্য বাংলাদেশর প্রয়োজন ৮ উইকেট। চতুর্থ ইনিংসে ৪৪৩ রান তাড়া করে ইতিহাস গড়ে জিম্বাবুইযের জেতার জন্য শেষ দিনে প্রয়ো্জন আরও ৩৬৭ রান।চতুর্থ দিন শেষে জিম্বাবুইয়ে করেছে ২ উইকেটে ৭৬ রান। আজ চতুর্থ দিনে ২১৮ রনে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে।চা বিরতির শেষ ওভারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ ৭ উইকেটে ৫২২ রনে ইনিংস ঘোষণা করে। জিম্বাবুইয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৪ রানে। ফলে তাদের সামনে ৪৪৩ রানের জয়ের টার্গেট দেয় বাংলাদেশ। বিশাল রান তাড়া করতে গিয়ে জিম্বাবুইয়ের উদ্বোধনী জুটি যেমন শুরু করেছিল, তাতে কিছুটা ভয় ঘিরে ধরেছিল টাইগারদের। উদ্বোধনী জুটিটি শেষ পর্যন্ত ভেঙে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরের পথ দেখিয়ে। এরপর সেট ব্যাটসম্যান ব্রায়ান চারিকেও ৪৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ব্রায়ান চারিকে নিয়ে ৬৮ রানের বড় জুটি গড়ে ফেলেছিলেন মাসাকাদজা। ৬৮ বলে ২৫ রান করা মাসাকাদজাকে শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচ বানিয়েছেন মিরাজ। আর চারি আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি।চারি আউট হয়েছে ৪৩ রানে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা) জিম্বাবুইয়ে ১ম ইনিংস: ৩০৪ বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা) (লিটন ৬, ইমরুল ৩, মুমিনুল ১, মিঠুন ৬৭, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ১০১*, আরিফুল ৫, মিরাজ ২৭*; জার্ভিস ১১-২-২৭-২, টিরিপানো ১১-১-৩১-২, উইলিয়ামস ১৬-২-৬৯-১, রাজা ৭-০-৩৯-১, মাভুটা ৯-০-৫২-০)। জিম্বাবুইয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৩০ ওভারে ৭৬/২ (মাসাকাদজা ২৫, চারি ৪৩, টেইলর ৪*, উইলিয়ামস ২*; মুস্তাফিজ ৩-১-২-০, তাইজুল ১৩-২-৩৪-১, খালেদ ৪-১-১৫-০, মিরাজ ৭-২-১৬-১, আরিফুল ৩-১-৭-০)
×