ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ ও ১৮ নবেম্বর

প্রকাশিত: ০১:০৬, ১৪ নভেম্বর ২০১৮

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ ও ১৮ নবেম্বর

অনলাইন রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১৭ ও ১৮ নবেম্বর। এদিন সকাল ১০ টা ৩০ মিনিটে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এই সাক্ষাৎকার নেওয়া হবে। ১৭ নবেম্বর (শনিবার) খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং ১৮ নবেম্বর সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। এরআগে, বুধবার ফেনী-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র নিয়েছেন লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। বুধবার (১৪নবেম্বর) দুপুরে মাসুদ উদ্দিন চৌধুরীর ভাতিজা আব্দুল্লাহ আল মিজান জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া ঢাকা-১১ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, লালমনিরহাট-১ আসন থেকে মেজর (অব.) খালেদ আখতার, সিলেট ০২-০৩ আসন থেকে ইয়াহ ইয়াহ চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন। এদিন মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আরও রয়েছেন আলহাজ আবুল কাশেম, রিন্টু আনোয়ার, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি পরিদর্শনে এসে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। ৩০০ আসনেই জাতীয় পার্টির নির্বাচনের প্রস্তুতি আছে। তবে, মহাজোটের সঙ্গে আলোচনার মাধ্যমেই প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে।’ আসনবণ্টন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচনে জয়যুক্ত হতে সবাইকেই এগিয়ে আসতে হবে। সবাইকেই ছাড় দিতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সব দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সবার আন্তরিকতা ও একটি ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ড তৈরি হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।
×