ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্টের দাবি বিবেচনার আশ্বাস ইসির : ড. কামাল

প্রকাশিত: ০১:৫১, ১৪ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের দাবি বিবেচনার আশ্বাস ইসির : ড. কামাল

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সময় পেছানোসহ ঐক্যফ্রন্টের দাবি নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সিইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বেরিয়ে বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের একথা জানান। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তিনি আরও বলেন, বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে আসবে কিনা বা নির্বাচন শুভ হবে কিনা, এটা নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন কোনও দলীয় আচরণ করবে কি না, এটা দেখার জন্য নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছি। কোনও কেন্দ্রে যেন ইভিএম ব্যবহার করা না হয়, সেকথা আমরা জানিয়েছি। কমিশন সে ব্যাপারে বিবেচনা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।
×