ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরের নদীতে বালু উত্তোলনকারীর মালামাল জব্দ

প্রকাশিত: ০৪:০০, ১৪ নভেম্বর ২০১৮

শ্রীপুরের নদীতে  বালু উত্তোলনকারীর মালামাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরার শ্রীপুর উপজেলার বড়তলা নামক এলাকায় কুমার নদের তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে যত্রতত্র বালু উত্তোলন করে কালোবাজারে বিক্রির দায়ে আজ বুধবার ভ্রাম্যমান আদালত ড্রেজার মালিককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য দ্রব্য সামগ্রী আটক করেছে। জানাগেছে, শ্রীপুর উপজেলার বড়তলা গ্রামের গয়েশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ওহিদুল ইসলাম ওরফে লিটু ও শৈলকুপা উপজেলার রত্না গ্রামের আশরাফুল ইসলাম প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বড়তলা এলাকার কুমার নদের বুকে ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে কালোবাজারে বিক্রি করে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন,লিটু মেম্বর এবং আশরাফুল এলাকার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাদের এ অপকর্মের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। শ্রীপুর সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শীতেষ চন্দ্র সরকার জানান, বড়তলা গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাস এর পুত্র ওহিদুল ইসলাম ওরফে লিটু ও পার্শ্ববর্তী রতœাট গ্রামের আশরাফুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে বড়তলা এলাকায় কুমার নদের তলদেশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে প্রশাসনের নিকট অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নির্দেশে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিয়ে উক্ত এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান কালে ড্রেজার মালিক উপজেলার বরিশাট গ্রামের বাবুর আলীর পুত্র মাজেদুল ইসলাম (৩৫)কে ঘটনাস্থলে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন,পাইপসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এবিষয়ে যুবলীগ নেতা,ইউপি সদস্য ওহিদুল ইসলাম ওরফে লিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি সড়ক সংস্কারের জন্য কিছু বালু নদী থেকে উত্তোলন করেছিলাম। তবে হঠাৎ করে প্রশাসন এই ধরনের অভিযান পরিচালনা করবেন তা আগে ভাবতেও পারিনি ।
×