ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:০১, ১৫ নভেম্বর ২০১৮

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

গত ১৩ নবেম্বর হামদর্দ নগর, গজারিয়া, মুন্সীগঞ্জে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও বিশ^বিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুল হক, লে. কর্নেল মাহাবুবুল আলম চৌধুরী (অব) পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল হুদা, ডিন (ভারপ্রাপ্ত) সাইন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদ সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসিম আনজুম, ড. সাদিরুল ইসলাম এবং উক্ত বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসাইন। উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান তার বক্তৃতায় নতুন শিক্ষার্থীদের হামদর্দ বিশ্ববিদ্যালকে উচ্চ শিক্ষার জন্য নির্বাচিত করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি
×