ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ দায়িত্ব পালন করুন ॥ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ নভেম্বর ২০১৮

নিরপেক্ষ দায়িত্ব পালন করুন ॥ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে কেউ যেন পার না পেয়ে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নির্বাচনে সব প্রার্থীর অধিকার যে সমান এটি মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে যেই অবস্থানে থাকুক না কেন, নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। আইনগতভাবে কেউ যেন বঞ্চিত না হন, নির্বাচনী প্রচারে কেউ যেন বাড়তি সুবিধা না পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রার্থী ও রাজনীতিবিদদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। আইনের মাধ্যমে প্রার্থীরা কী কী সুযোগ-সুবিধা পেতে পারেন, তা তাদের বোঝাতে হবে। সিইসি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। কেন্দ্রগুলো জনগণের সুবিধাজনক জায়গায় স্থাপন করবেন। প্রার্থী ও প্রভাবশালী ব্যক্তির কাছে যদি কেন্দ্র থাকে এবং সেটা নিয়ে যদি আপত্তি থাকে, তবে তা ঠিক করা আপনাদের কাজ। নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন, এ কাজে আপনাদের দায়িত্ব অনেক বেশি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্বও আপনাদের। পরিপত্র, আদেশ, চিঠি এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওপর ভিত্তি করেই যেন নির্বাচন পরিচালিত হয়। অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড করার ঘোষণা দিয়েছি, যেন আচরণবিধি পরিপন্থী কোন কাজ না হয়। ব্যানার-পোস্টারগুলো তুলে দেয়ার জন্য আমরা বলেছি, বুধবার শেষ দিন ছিল। আমরা আরও তিন দিন সময় বাড়াব। যারা নির্বাচন করবে তাদের ব্যানার পোস্টার লাগানোর জন্য তো জায়গা থাকতে হবে। কোন উপজেলা থেকে কোন কর্মকর্তাকে সরানো যাবে না, কেননা তারা পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হবেন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। এরই অংশ হিসেবে চলছে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারদের প্রশিক্ষণ কর্মশালা। গত মঙ্গলবার ৬৪ জেলার রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় বুধবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচচন কমিশনার। আজ বৃহস্পতিবার ও আগামীকাল পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করবেন সিইসি।
×