ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অসুস্থ দেড় শতাধিক

ময়মনসিংহে খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৪, ১৫ নভেম্বর ২০১৮

ময়মনসিংহে খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলপুর জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসে খাবারের বিষক্রিয়ায় রিয়াদ হাসান (১৭) নামে এক ছাত্র মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও দেড় শতাধিক ছাত্র। অসুস্থদের ময়মনসিংহের সূর্যকান্ত ডায়রিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসার আবাসিক ছাত্রবাসে খাবারের পর এই ঘটনা ঘটে। এ নিয়ে মাদ্রাসা ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার মুহতামিম মাওলান আইন উদ্দিন জানান, ফুলবাড়িয়া বালিয়া গ্রামের ওই মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসে থেকে ২০০ ছাত্র লেখাপড়া করে থাকে। মঙ্গলবার রাতের খাবারে আবাসিক ছাত্রদের মাংস ও ডাল ভাত দেয়া হয়। বুধবার ভোর থেকে ছাত্রদের পাতলা পায়খানাসহ পেটের পীড়া দেখা দেয়। এসময় গুরুতর অসুস্থ অষ্টম শ্রেণীর ছাত্র রিয়াদ হাসানকে ময়মনসিংহ সূর্যকান্ত হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রিয়াদ তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের পুত্র। খাবারের বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
×