ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব সুরের সম্মিলনে আজ শুরু

প্রকাশিত: ০৬:০৪, ১৫ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব সুরের সম্মিলনে আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশের লোকগানের সুরে আজ বৃহস্পতিবার আলোড়িত হবে শহর ঢাকা। শেকড়ের সঙ্গীতে শ্রোতার হৃদয়ে বইবে আনন্দধারা। বনানীর আর্মি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। বরাবরের মতো চতুর্থতম আসরটিও হবে তিন দিনের। নিবন্ধনের মাধ্যমে শ্রোতার অংশগ্রহণে উন্মুক্ত উৎসবটি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত। এবারের উৎসবে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে সাত দেশের ১৭৪ কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতশিল্পী। উৎসবে অংশ নেয়া অন্য ছয়টি দেশ হলো ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, বাহরাইন, পোল্যান্ড ও স্পেন। শেকড়ের গানের সঙ্গে থাকবে নৃত্য পরিবেশনা। নিবন্ধনের মাধ্যমে উৎসবে অংশগ্রহণকারী শ্রোতাদের প্রবেশপথে প্রতিদিনের প্রিন্টকৃত প্রবেশপত্র দেখিয়ে প্রবেশ করতে হবে। সান ফাউন্ডেশন আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মূল পৃষ্ঠপোষক মেরিল। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন ও রাঁধুনী। উৎসবের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছে সান কমিউনিকেশন। মূলত দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউলশিল্পীদের বিশ^ দরবারে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন। একই সঙ্গে এ আয়োজনের মাধ্যমে লোকসঙ্গীত শিল্পীদের সহায়তার পাশাপাশি তাদের গানের স্বত্ব নিশ্চিত করাও অন্যতম উদ্দেশ্য। সেই সঙ্গে দেশের শ্রোতারা জানবে অন্য দেশের লোকসঙ্গীতের ধারা। লোকসঙ্গীতের পরিবেশনার সঙ্গে প্রথম দিনে থাকবে লোকগানের সুরে নৃত্য পরিবেশনা। সেই সুবাদে সূচনা নাচের নান্দনিকতা ছড়াবে নৃত্যদল ভাবনা। দেশের শিল্পীদের মধ্যে এদিন পরিবেশনা উপস্থাপন করবে বাউল আব্দুল হাই দেওয়ান। শোনা যাবে ভারতের ভ্রাতৃদ্বয়ের গানের দল ওয়াদালি ব্রাদার্সের গান। এছাড়াও একক কণ্ঠে লোকগান শোনাবেন ভারতের প্রখ্যাত শিল্পী সাত্যকী ব্যানার্জী। প্রথম দিনের আরেক আকর্ষণ হিসেবে পরিবেশনায় অংশ নেবে পোল্যান্ডের লোকগানের দল দিকান্দা। বাকি দুই দিনে উৎসব মাতানো দেশের শিল্পীদের মধ্যে রয়েছেন লোকগানে বাংলার অহঙ্কার মমতাজ বেগম, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা ও স্বরব্যাঞ্জো। ভারত থেকে অংশ নেবেন শিল্পী রাঘু দীক্ষিত। পাকিস্তান থেকে অংশ নেবেন শাফকাত আমানাত আলী, বাহ্রাইন থেকে লোকগানের দল মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি পুরস্কারজয়ী লোকসঙ্গীত দল লস টেক্সমেনিয়াক্স এবং স্পেন থেকে অংশ নেবে লোকসঙ্গীত দল লাস মিগাস। বিগত বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এছাড়া গ্রামীণফোনের অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস-‘বায়োস্কোপ লাইভ’ও থাকছে অনুষ্ঠানটির লাইভ দেখার সুযোগ।
×