ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লন্ডনের ব্রিটিশ বাংলা দাবা ক্লাবের অবদান

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ নভেম্বর ২০১৮

লন্ডনের ব্রিটিশ বাংলা দাবা ক্লাবের অবদান

স্পোর্টস রিপোর্টার ॥ যতই দিন যাচ্ছে ততই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্রমশ বাড়ছে। বাংলাদেশী বংশোদ্ভূতরা আজ বিভিন্ন দেশের সংসদ নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে প্রবেশ করছেন, কেউ আবার হলিউডে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন... এমন আরও অনেক উদাহরণ দেয়া যাবে। খেলাধুলার ক্ষেত্রেও দেয়া যাবে। এই যেমন লন্ডনের দাবা জগতে ব্রিটিশ বাংলা চেস এ্যাসোসিয়েশন এখন দারুণ জনপ্রিয় একটি দাবা ক্লাবে পরিণত হয়েছে। প্রবাসী বাঙালী দাবাড়ুদের উদ্যোগে তিন বছর আগে পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলা চেস এ্যাসোসিয়েশন (বিবিসিএ) গঠন করা হয়। সংগঠনের জন্মলগ্ন থেকেই নিয়মিতভাবে ক্লাবটি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। লন্ডন সামার চেস লীগে বিবিসিএ পরপর দু’বার চ্যাম্পিয়নও হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী লন্ডন চেস লীগেও সংগঠনটি অংশ নিচ্ছে। গত বছর বিবিসিএ’র একটি দল লন্ডন চেস লীগের চতুর্থ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এ বছর তৃতীয় বিভাগে খেলছে। এছাড়া অপর একটি দল এ বছর থেকে ষষ্ঠ ডিভিশনে অংশ নিচ্ছে। ক’দিন আগেই ব্রিটিশ বাংলা চেস এ্যাসোসিয়েশন (বিবিসিএ) র‌্যাপিড টুর্নামেন্ট শেষ হয়। এই আসরে বিবিসিএ’র একাধিক দাবাড়ু বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য লাভ করেন। যেমন : এককে ফিদেমাস্টার জভিকা রাদোভানোভিচ ও বাজরুশ কেলমেন্ডি যৌথভাবে রানারআপ হন। অনুর্ধ-১৯০০ রেটিংয়ে বিশেষ পুরস্কার পান বিবিসিএ’র যুগ্মসম্পাদক মোহাম্মদ ইসলাম হীরক। অনুর্ধ-১৬০০ রেটিংয়ে হোরহে আপাজা ও লুকাস পিয়েচা এবং তামার পঙ্কজ, ক্যাটাগরি মেজর বিভাগে আহমেদুল হক যুগ্মচ্যাম্পিয়ন, এই বিভাগে বিবিসিএ’র দরবেশ চৌধুরী বিশেষ পুরস্কার পান। এই টুর্নামেন্টে বৃহত্তর লন্ডন, বার্মিংহাম ও অক্সফোর্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ৮৮ দাবাড়ু অংশগ্রহণ করেন। এর মধ্যে এক গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টার এবং পাঁচ ফিদেমাস্টার ছিলেন।
×