ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্ডি টেস্ট

তবু চ্যালেঞ্জিং স্কোর ইংলিশদের

প্রকাশিত: ০৬:৫২, ১৫ নভেম্বর ২০১৮

তবু চ্যালেঞ্জিং স্কোর ইংলিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথের বিদায়ের পর শ্রীলঙ্কার এটি প্রথম টেস্ট। তার ওপর ইনজুরিতে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল। সবমিলিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে ক্যান্ডি টেস্টে (দ্বিতীয়) লঙ্কনরা কেমন করে, সময়েই তার উত্তর মিলবে। তবে প্রতিপক্ষ ইংল্যান্ডকে খুব বেশি উড়তে দেয়নি সুরাঙ্গা লাকমলের দল। প্রথম ইনিংসে সফরকারীরা আউট হয়ে গেছে ২৮৫ রানে। হাফ সেঞ্চুরি পেয়েছেন জস বাটলার (৬৩) ও স্যাম কুরান (৬৪), তবে আগের টেস্টে শ্রীলঙ্কা যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে ইংলিশদের জন্য এটিকে ফাইটিং স্কোরই বলতে হবে। জবাবে ১ উইকেট হারিয়ে ২৬ রানে দিন শেষ করেছে স্বাগতিক লঙ্কানরা। দিনের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক সুরঙ্গা লাকমল। বাকি সময়টা স্পিনারদের রাজত্ব। আগের টেস্টে দারুণ বোলিং করা স্পিনার দিলরুয়ান পেরেরা ৬১ রানে নেন ৪ উইকেট। রঙ্গনা হেরাথের পরিবর্তে দলে জায়গা পাওয়া মালিন্দা পুষ্পকুমারাকে ৩ উইকেট নিতে খরচ করতে হয় ৮৯ রান। আকিলা দনঞ্জয়া ২ উইকেট পান ৮০ রানে। ওপেনার ররি বার্নসের ৮১ বলে ৪৩ রানের ইনিংসের পর লঙ্কান স্পিনারদের বিপক্ষে পাল্টা প্রতিরোধ গড়েন বাটলার। ৬৭ বলে ৭ চারে ৬৩ রান করেন তিনি। এরপর ইনিংসের শেষে অলরাউন্ডার কুরান ব্যাট হাতে আলো ছড়ান। তার ৬৪ রানের ইনিংসের কল্যাণে ইংল্যান্ডের স্কোর পৌঁছায় ২৮৫ রান পর্যন্ত। ১১৯ বলের ইনিংসে কুরান ১ চারের সঙ্গে মারেন ৬ ছক্কা। জবাবে কুশল সিলভার উইকেট হারিয়ে প্রথমদিন শেষে শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান। উইকেটে আছেন দিমুথ করুনারতেœ ১৯ ও নাইটওয়াচম্যান পুষ্পকুমারা ১ রানে। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে লঙ্কানরা এখনও ২৫৯ রানে পিছিয়ে। ইংল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন স্পিনার জ্যাক লিচ। উল্লেখ্য, ২০১০ সালে কিংবদন্তি মুত্তিয়া মুরলিধন যখন অবসর নেন তখন কিন্তু খুব বেশি হাহাকার করতে হয়নি শ্রীলঙ্কাকে। মুরলির শূন্যতা পূরণের জন্য রঙ্গনা হেরাথ যে তৈরিই ছিলেন। সময়ের বিবর্তনে ক’দিন আগে হেরাথ যুগেরও সমাপ্তি ঘটল। গলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অবসর নিয়েছেন ৪০ বছর বয়সী এ স্পিনার। স্কোর ॥ ইংল্যান্ড ১ম ইনিংস ॥ ৭৫.৪ ওভারে ২৮৫/১০ (বার্নস ৪৩, জেনিংস ১, স্টোকস ১৯, রুট ১৪, বাটলার ৬৩, মঈন ১০, ফোকস ১৯, কুরান ৬৪, রশিদ ৩১, লিচ ৭, এ্যান্ডারসন ৭*; লাকমল ১/৪৪, দিলরুয়ান ৪/৬১, পুষ্পকুমারা ৩/৮৯, ধনাঞ্জয়া ০/৪, দনাঞ্জয়া ২/৮০)। শ্রীলঙ্কা ১ম ইনিংস ॥ ১২ ওভারে ২৬/১ (করুনারতেœ ১৯*, কৌশল ৬, পুষ্পকুমারা ১*; এ্যান্ডারসন ০/৮, কুরান ০/৫, লিচ ১/৭, মঈন ০/৬)। ** প্রথমদিন শেষে
×