ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু জোকোভিচের

আশা বাঁচিয়ে রাখলেন ফেদেরার

প্রকাশিত: ০৬:৫২, ১৫ নভেম্বর ২০১৮

আশা বাঁচিয়ে রাখলেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসে নিজের প্রথম ম্যাচেই হেরে বসেন রজার ফেদেরার। জাপানের কেই নিশিকোরির কাছে হার মানেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছেন ফেড এক্সপ্রেস। মঙ্গলবার সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েমকে। আর এই জয়েই সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন রজার ফেদেরার। প্রতিপক্ষকে হারাতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন সময় নেন মাত্র ৬৬ মিনিট। গত মাসে বাসেলে ক্যারিয়ারের ৯৯তম শিরোপা জয়ের স্বাদ পান রজার ফেদেরার। সেই সংখ্যাটাকে এক শ’তে পরিণত করার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলেন প্যারিস মাস্টার্সে। কিন্তু সেই লড়াইয়ে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। প্যারিস মাস্টার্সের পর লন্ডন যাত্রা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লন্ডনের ওটু এ্যারিনাতে প্রথম ম্যাচে কেই নিশিকোরির কাছে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করেছিলেন ফেদেরার। থিয়েমের কাছে দ্বিতীয় ম্যাচে পরাজিত হলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতেন তিনি। বছর শেষের মর্যাদার এই টুর্নামেন্টে ১৫ বার অংশগ্রহণ করেছেন ফেদেরার। এর আগে মাত্র একবারই নকআউট রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। ১০ বছর আগে সাংহাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পরাজিত হবার পর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি ফেদেরারকে। ২০১১ সালের পর এই প্রথম ও ক্যারিয়ারে সপ্তম এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জয়ের লক্ষ্যে ফেদেরার কোর্টে নেমেছেন। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে অবশ্যই পরাজিত করতে হবে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার এই টেনিস তারকা ৬-০ এবং ৬-১ গেমে পরাজিত করেন কেই নিশিকোরিকে। এ কারণে আজ এন্ডারসনকে হারালেই ফেদেরারের পরের রাউন্ডে যাওয়ার দরজা খুলে যাবে। প্রথম ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। তবে দ্বিতীয় ম্যাচ জিতে দারুণ খুশি সুইস তারকা। এ প্রসঙ্গে ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘এই অনুভূতিটা দারুণ। আমি খুব খুশি। নিশিকোরির বিপক্ষে প্রথম ম্যাচে বিষয়গুলোকে আমি নেতিবাচকভাবে দেখেছি। সেটা অবশ্যই হতাশার ছিল। কিন্তু আজ আমি কোর্টে অনেক বেশি ইতিবাচক ছিলাম। লন্ডনে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। আশা করছি বাকিটাও ভাল হবে।’ এ বছরটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন ফেদেরার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এর পরে সময়টাতে ফেদেরার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল ও ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। এখন বছর শেষের এই টুর্নামেন্টে শিরোপা জয়ের মাধ্যমে নিজেকে আবারও শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরিয়ে আনাই রজার ফেদেরারের মূল লক্ষ্য। পারবেন কি সাবেক এই নাম্বার ওয়ান? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে বছর শেষের এই টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা সোমবার নিজের প্রথম ম্যাচে ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন বিগ হিটার জন ইসনারকে। জয় দিয়ে মিশন শুরু করে প্রতিপক্ষকেও যেন একটা বার্তা দিয়ে দিলেন সার্বিয়ান তারকা।
×