ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমি মেসির সমালোচনা করিনি ॥ ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৫২, ১৫ নভেম্বর ২০১৮

আমি মেসির সমালোচনা করিনি ॥ ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ কখন যে কি করেন আর বলেন তা হয়তো নিজেই বুঝতে পারেন না দিয়াগো ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার অনেকটাই ঠোঁটকাটা স্বভাবের। যে কারণে লুকোচুরি না করে অনেক রূঢ় সত্য বলে ফেলেন জনসম্মুখে। কিছুদিন আগে স্বদেশী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কড়া সমালোচনা করেছিলেন। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বলেছিলেন, মেসি ম্যাচ শুরুর আগে কমপক্ষে ২০ বার বাথরুমে যান। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর এমন কথা অস্বীকার করেছেন। বরং মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে মেসি আর্জেন্টিনা জাতীয় দলে ফের ফিরবেন বলে আশাবাদী ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি বার্সিলোনা ডায়মন্ড। সামনে মেক্সিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলেও নেই তিনি। ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া ম্যারাডোনার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন মেসি। পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার জাতীয় দলে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে ম্যারাডোনা বলেছেন, আমার তেমনটাই মনে হয়। কারণ তা না হলে আমরা সমস্যায় পড়ব। কিছুদিন আগে মেসির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছিলেন ম্যারাডোনা। তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন। উল্টো ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার জোর দিয়ে বলেন, তার উত্তরসূরিকে নিয়ে জনসম্মুখে কখনই তিনি এমন কিছু বলবেন না। ম্যারাডোনা এ প্রসঙ্গে বলেন, মেসি আমার বন্ধু এবং আমি কখনই আমার বন্ধুকে নিয়ে জনসম্মুখে বাজে কথা বলব না। আমি মুখের ওপর বলব, কোন সাক্ষাতকারের মাধ্যমে নয়। ২০১৪ বিশ্বকাপের সেরা তারকার প্রশংসা করে ম্যারাডোনা বলেন, মেসির সম্পর্কে আমি যা বলব তা হলো, সে এক জন ফেনোমেনন। তার বেশি কিছু নয়। কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ শুরুর আগে ২০ বার বাথরুমে যায়। কিন্তু আমি কখনই সেটা মেসিকে উদ্দেশ করে বলিনি। এদিকে মেসি জাতীয় দলে খেলবেন বলে দৃঢ় আশাবাদী আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওডিও টাপিয়ার। বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের বর্তমান সময়টা প্রয়োজন বলেও মনে করেন তিনি। টাপিয়া বলেন, আমাদের বিশ্বের সেরা খেলোয়াড়টি আছে যা আপনাকে আরও ভাল করার বেশি সুযোগ দেয়। বিশ্বকাপে যা হয়েছে সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য এখন তাকে সময় দিতে হবে। আর আমার কোন সন্দেহ নেই যে সে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে। আমি তার সঙ্গে কথা বলিনি। কারণ এখন সেই সময় নয়। কিন্তু আমি জানি, এই জার্সিটার জন্য সে কি অনুভব করে। ২০০৫ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন মেসি। শুক্রবার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চারদিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
×