ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিবি একাদশের নেতৃত্বে রুবেল

প্রকাশিত: ০৬:৫২, ১৫ নভেম্বর ২০১৮

বিসিবি একাদশের নেতৃত্বে রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। ২২ নবেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে শুরু মূল লড়াই। তার আগে সফরকারীদের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। ১৮ ও ১৯ নবেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন তারকা পেসার রুবেল হোসেন। সৌম্য সরকার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পরিচিতদের মধ্যে নাজমুল ইসলাম শান্ত, শফিউল ইসলাম, এবাদাদ হোসেন, ফজলে রাব্বিও আছেন। এছাড়া সদ্য সমাপ্ত ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের ২০তম আসরে বল ও ব্যাট হাতে যারা ভাল করেছেন তাদের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচেও রুবেলকে বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছিল। অবশ্য নেতৃত্বগুণ দেখানোর তেমন সুযোগ হয়নি। বৃষ্টির কারণে ওই ম্যাচটিতে মাত্র একদিন খেলা হয়। বিসিবি একাদশ ॥ রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাইম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোঃ মিথুন ও রিশাদ আহমেদ।
×