ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসুস্থতায় ক্রিকেট ছাড়লেন হেস্টিংস

প্রকাশিত: ০৬:৫৩, ১৫ নভেম্বর ২০১৮

অসুস্থতায় ক্রিকেট ছাড়লেন হেস্টিংস

স্পোর্টস রিপোর্টার ॥ সবধরনের ক্রিকেটকেই বলে দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জন হেস্টিংস। বয়স তার ৩৩, এমন বয়সে অনেক খেলোয়াড় খেলা চালিয়ে যেতে পারলেও হেস্টিংস খেলা ছাড়ছেন স্বাস্থ্যজনিত কারণে। রহস্যময় কোন এক কারণে হেস্টিংসের কেবল বোলিংয়ের সময় কাশির সঙ্গে রক্ত বের হওয়ায় ক্রিকেট ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ‘দীর্ঘদিন ধরেই ধূসর কিছু জায়গা দেখা যাচ্ছিল (ফুসফুসে)। এটা কোন ক্ষতি করছে কি না, মাঠে মারাত্মক কোন রক্তপাত হবে কি নাÑ এই ব্যাপারে তারা (চিকিৎসক) হ্যাঁ বা না কিছুই বলতে পারেননি। এটি আমার কাছে ভাল লাগেনি। ব্যাপারটা ভয়ঙ্কর, গত ১৮ মাসের বেশি সময় ধরেই এমন হচ্ছে’ বলেন তিনি। হেস্টিংস আরও জানান, ‘মৌসুম শেষে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় আমি বল হাতে নিইনি। এই মৌসুমে যখন বিগ ব্যাশের জন্য বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বল করার সময় কাশির সঙ্গে রক্ত দেখা যায়। এটা খুবই খারাপ অবস্থা।’ বিগব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে সাত মৌসুম খেলেন হেস্টিংস, যার মধ্যে গত মৌসুমে তিনি অধিনায়কত্ব করেন। শুরু হওয়া বিগব্যাশের এই মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামার কথা ছিল। সিডনিতে জন্ম নেয়া হেস্টিংসের অভিষেক হয়েছিল পার্থে।
×