ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরিফুল ইসলাম শামীমের ‘অন্য মানুষ’

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ নভেম্বর ২০১৮

শরিফুল ইসলাম শামীমের ‘অন্য মানুষ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে এক ঘণ্টার বিশেষ নাটক ‘অন্য মানুষ’। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন এই সময়ের তরুণ ও মেধাবী পরিচালক শরিফুল ইসলাম শামীম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, তানিয়া হোসেন, মনিরা মিঠু, বাসার, সোহেল, সবুজসহ আরও অনেকেই। নাটকটি আজ বৃহস্পতিবার রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে ফ্যাক্টর থ্রি সলিউশনস। ‘অন্য মানুষ’ নাটকের গল্পে দেখা যাবে রোবট পাগল যে কখন কারও সঙ্গে কথা বলে না কিন্তু হঠাৎ তারিন নামে একটি মেয়েকে দেখার পর থেকে রোজ তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। যেখানেই তারিন যায় সেখানেই রোবট পাগল গিয়ে হাজির হয়। এই নিয়ে ও বেশ বিরক্ত তারিন। তারিনের মাও এই বিষয় নিয়ে বেশ মজা করতে থাকে তারিনের সঙ্গে। পাগলকে বাসায় এনে খাবার খাওয়ায়। কিন্তু দিন যতই যাচ্ছে রোবট পাগলের অত্যাচার বাড়তে থাকে। এই দিকে তারিনের হবু বড় সোহেল বিয়ের জন্য ঢাকায় আসবে এই সব কথা বিবেচনা করে তারিন আর তার মা রোবট পাগলকে বাসায় এনে নানাভাবে বোঝাতে চেষ্টা করে, এমনকি মারতেও যায়। তারিন তার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করে। তার পর দিন থেকে রোবট পাগলকে আর এলাকায় দেখা যায় না। কিন্তু ঘটনাক্রমে তারিনের গাড়ির সঙ্গে এক্সিডেন্ট হয় রোবট পাগলের। তার পকেটে একটি চিঠি পাওয়া যায়। সেখানে লেখা সে পাগল নয়, পাগল বেশে ঘুরে বেড়ায়। কারণগুলো শোনার পর তারিন অবাক হয়ে যায় ঘটনা অন্য দিকে মোড় নিতে থাকে। এভাবেই ‘অন্য মানুষ’ নাটকের কাহিনী চলতে থাকে।
×