ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজুর রহমান নাহিদের পাঁচ নাটক

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ নভেম্বর ২০১৮

মুস্তাফিজুর রহমান নাহিদের পাঁচ নাটক

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদ। ইতোমধ্যে একাধিক নাটক রচনা করে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি তার রচিত পাঁচটি নাটক প্রচার হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকগুলোর শূটিং সম্পন্ন হয়েছে। শহর ও গ্রামীণ পটভূমিতে রচিত নাটকগুলো হচ্ছে ‘বউ তালাক সমিতি’, ‘চুমা বাবা’, ‘দৈহিক ভালবাসা’, ‘ভুল বিচার’ এবং ‘ভাল ছেলের ভালবাসা’। নাটকগুলো পরিচালনা করেছেন জহিরুল ইসলাম ও নাজমুল হাসান। চিত্রগ্রহণে ছিলেন এ আর খোকন। ভিন্ন ধারায় এই নাটকগুলোতে অভিনয় করেছেন জয়রাজ, প্রসুন আজাদ, অহনা, সাব্বির, তানিয়া রিতু, মম, পায়েল, মিলন, তুহিন, মুস্তাফিজুর রহমান নাহিদসহ আরও অনেকে। এ প্রসঙ্গে নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, আমার রচিত প্রতিটি নাটকের গল্পেই ভিন্ন ভিন্ন বার্তা রয়েছে। কারণ দর্শক প্রতিটি নাটক থেকেই কোন মেসেজ চান। তাই নাটক লেখার সময় এই বিষয়টি মাথায় থাকে। এবারের নাটকগুলোর থিম সম্পূর্ণ আলাদা। চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে যাওয়ার। এর প্রতিটি চরিত্রেরই গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস পরিচালক ও শিল্পীরা তাদের কাজের জাযগায় ত্রুটি রাখেননি। আমার নাটকে সাধারণত গ্রামকে বেশি গুরুত্ব দেয়া হয়। এবার গ্রামের পাশাপাশি শহরকেও সমান গুরুত্ব দেয়া হয়েছে। আশা করি নাটকগুলো দর্শকদের ভাল লাগবে। আর দর্শকদের ভাল লাগলেই আমার প্রচেষ্টা সার্থক।
×