ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পপি দেবী থাপা/ সব্যসাচী দাশ

হাসিনা অ্যা ডটারস টেল

প্রকাশিত: ০৭:১৪, ১৫ নভেম্বর ২০১৮

হাসিনা অ্যা ডটারস টেল

“বঙ্গবন্ধুকন্যা, যার জীবনে এত উত্থান-পতন রয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি কী করে এই ছবিটাকে আরও বিস্তৃত করে তুলে ধরতে পারি। আমাকে খুব স্বাভাবিকভাবেই আকর্ষণ করেছে তার জীবনের সাহসের সঙ্গে উত্থানের গল্প।” শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে খুব স্বাভাবিকভাবেই এসেছে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সম্পর্ক, তার সংস্পর্শে বেড়ে ওঠা, বাবার রাজনৈতিক আদর্শের প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টি অপেক্ষার পালা শেষ। আগামী ১৬ নবেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনআগ্রহের কেন্দ্রে থাকা চলচ্চিত্র ‘হাসিনা : অ্যা ডটারস টেল’। সেপ্টেম্বরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় মুক্তি প্রতীক্ষিত ‘হাসিনা : অ্যা ডটারস টেল’-এর ট্রেলার। দুই মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক পেজে ট্রেলারটি প্রকাশ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে ফেসবুক ভেরিফায়েড পেজে ট্রেলারটি প্রকাশ করেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। নির্মাতা পিপলু খান বলেন, “বঙ্গবন্ধুকন্যা, যার জীবনে এত উত্থান-পতন রয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি কী করে এই ছবিটাকে আরও বিস্তৃত করে তুলে ধরতে পারি। আমাকে খুব স্বাভাবিকভাবেই আকর্ষণ করেছে তার জীবনের সাহসের সঙ্গে উত্থানের গল্প।” শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে খুব স্বাভাবিকভাবেই এসেছে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সম্পর্ক, তার সংস্পর্শে বেড়ে ওঠা, বাবার রাজনৈতিক আদর্শের প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টি। “তাছাড়া শেখ রেহানার কথাও এখানে খুব স্বাভাবিকভাবে চলে আসে। কারণ তারা দুই বোন হরিহর আত্মা। পরস্পরের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ।” “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোরিফাই করতে নয়। কোনো রাজনৈতিক বিষয়কে বিবেচনায় নিয়েও নয়, বরং একটি দেশের ইতিহাসের একটি সময়কে ৭০ মিনিটে তুলে আনতে চেষ্টা করা হয়েছে।” ৭০ মিনিট দৈর্ঘের ছবিটি নির্মাণ করতে পরিচালকের সময় লেগেছে প্রায় পাঁচ বছর । দুই বছরের গবেষণা ও তিন বছরের নিরলস প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই ডকু-ড্রামা । আগামি ১৬ নবেম্বর ছবিটি ঢাকায় বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা আর রাজধানীর বাইরে চট্টগ্রামের মিনিপ্লেক্স- এই চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফার সাদিক আহমেদ, সম্পাদনায় ছিলেন নবনীতা সেন এবং সঙ্গীতে আছেন ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র। ইতিমধ্যে এই ডকু-ড্রামায় তার গাওয়া ‘আমার সাধ না মিটিলো’ গানটির চারদিকে জয়জয়কার। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাসিনা : অ্যা ডটারস টেলে’ দেখা যাবে অনন্য সাধারণ এক ব্যক্তিত্বকে। যিনি চেনাজানা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতির পরিচয়ের বাইরের এক ভিন্ন মানুষ। ‘হাসিনা : অ্যা ডটারস টেল’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে অনেকটা নীরবেই। চলচ্চিত্রে পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলোকে তুলে ধরেছেন তার নিজস্বতায়। একটি স্বাধীন ও তাৎপর্যময় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন একজন অনন্য নায়কের জীবনের আরেক অধ্যায়, যা তার একান্ত ব্যক্তিগত হয়েও একটা জনপদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ৭০ মিনিটের ডকু-ড্রামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের ইতিহাসও উঠে আসবে জানিয়ে পিপলু বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রবাহকে প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনা। আর তাই তার উত্থান নতুন বাংলাদেশ সৃষ্টির সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। সিনেমাটিতেও প্রতিফলিত হয়েছে এই ধারণাগুলো, যেখানে উঠে এসেছে সেই রাজনৈতিক পালা বদল আর রক্তাক্ত ইতিহাসের কথা, যার পরতে পরতে রয়েছে অশ্রু আর ক্ষরণ। ‘হাসিনা : অ্যা ডটারস টেল’ এই তথ্যচিত্রে কাজ করার ব্যাপারটাকে পিপলু মনে করেন একজন নির্মাতার জীবন স্বপ্ন পূরণের মতো। ‘শুধু কাজ হিসেবে চিন্তা করলে যে কোন চলচ্চিত্র নির্মাতার জন্য স্বপ্নের প্রকল্প। কিভাবে যেন এটা আমি পেয়েও গেছি। আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা এক কথায় খুবই চমৎকার। এটা এমন একটা তথ্যচিত্র, যেটাতে নিরীক্ষা আছে। বলার ধরনে ভিন্নতা আছে। কেন এত সময় লাগল ছবিটা দেখার পর সবাই বুঝতে পারবেন।’
×