ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টার্ককে ছেড়ে দিল নাইট রাইডার্স!

প্রকাশিত: ১৯:১৯, ১৫ নভেম্বর ২০১৮

স্টার্ককে ছেড়ে দিল নাইট রাইডার্স!

অনলাইন ডেস্ক ॥ বিদায়ী খেলোয়াড়দের নিয়ে কলকাতা নাইট রাইডার্সের আবেগ কখনই দেখা যায় না। মিচেল স্টার্কের ক্ষেত্রেও সেটাই হলো। স্রেফ একটা এসমএস করে এই অজি পেসারকে বিদায় জানিয়ে দিয়েছে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। গত টুর্নামেন্টে ৯.৪ কোটি রুপিতে স্টার্ককে কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে পুরো টুর্নামেন্টেই খেলতে পারেননি এই তারকা পেসার। অস্ট্রেলিয়ান ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন, 'দুদিন আগে নাইট রাইডার্স মালিকের কাছ থেকে একটা টেক্সট করে জানানো হয় আমাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। এপ্রিলে দেশেই থাকব।' দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর সফরের সময়েই চোট পেয়েছিলেন স্টার্ক। সেই কারণেই আইপিএলে খেলতে পারেননি তিনি। সামনেই অ্যাশেজ এবং বিশ্বকাপ। তার আগে স্টার্ক নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, 'টিবিয়া ইনজুরি নিয়ে গত মৌসুমে খেলতে পারিনি। তাই আইপিএলের সময়ে চোট থেকে রিকভারির সুযোগ পেয়েছিলাম। শরীরের জন্য এই বিশ্রাম অনেক কাজে এসেছে। পরের বছরে যদি আইপিএল না খেলি, তাহলে যুক্তরাষ্ট্রে ৬ মাসের টানা ক্রিকেট খেলে ফিট থাকতে পারব।' বিশ্বকাপের কথা মাথায় রেখে একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে এবার আইপিএলে দেখা নাও যেতে পারে। বিশ্বকাপকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার জন্য বিসিসিআইও আইপিএল দ্রুত শুরু করতে চাইছে। এতে বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে।
×