ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের জার্সিতে ওয়েন রুনির শেষ ম্যাচ আজ

প্রকাশিত: ১৯:২২, ১৫ নভেম্বর ২০১৮

ইংল্যান্ডের জার্সিতে ওয়েন রুনির শেষ ম্যাচ আজ

অনলাইন ডেস্ক ॥ জাতীয় দলের জার্সিতে আজ বৃহস্পতিবার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ফ্রেন্ডলি ম্যাচটি দেখবেন ৬০ হাজার দর্শক। টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এত দর্শক হওয়ার প্রধান কারণ, রুনির বিদায়ী ম্যাচ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুনি দেশের হয়ে ৫৩টি গোল করেছেন। যা একটা রেকর্ড। রুনিকে সম্মানজক বিদায় দেওয়ার জন্যই ম্যাচটির আয়োজন করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে আজকের ম্যাচে তাকে সম্ভবত বদলি ফুটবলার হিসেবে মাঠে নামানো হবে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামার আগে রুনি বলেছেন, 'আবার দেশের জার্সি পরে খেলব! এখনকার জাতীয় দলের সবার সঙ্গে দেখা হবে। আমার কাছে এটা বিরাট সম্মানের।' উল্লেখ্য, এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ রুনির ফাউন্ডেশনে দান করা হবে। এই ফাউন্ডেশন বিশ্বের অবহেলিত শিশুদের জন্য কাজ করে। আগামী রবিবার নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।
×