ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিকেরা কানাডায় আশ্রয় চাইছে!

প্রকাশিত: ১৯:৩৪, ১৫ নভেম্বর ২০১৮

মার্কিন নাগরিকেরা কানাডায় আশ্রয় চাইছে!

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক নাগরিক কানাডায় আশ্রয় চাইছে। এই সংখ্যা গত ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে।কানাডার ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ নামের সংস্থা এ তথ্য জানিয়েছে। কানাডার ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বলছে, ২০১৭ সালে যে পরিমাণ মার্কিন নাগরিক আশ্রয় চেয়েছে তা ২০১৬ সালের তুলনায় ছয়গুণ। সংস্থাটি জানিয়েছে, ১৯৯৪ সালের পর এবারই মার্কিনিদের কাছ থেকে সবচেয়ে বেশি আবেদন পেয়েছে তারা।কানাডায় আশ্রয় প্রার্থী গোষ্ঠীগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এই তালিকায় প্রথম স্থানে আছে হাইতি ও দ্বিতীয় স্থানে নাইজেরিয়া। কানাডার আইনজীবী স্টিফেন হ্যান্ডফিল্ড বলেন, যারা কানাডায় আশ্রয় চাইছে তাদের বেশিরভাগই ‘ব্রাইটরাইট সিটিজেনশিপের’ আওতায় দেশটির নাগরিক হয়েছে। তারাই বাবা-মা নিয়ে কানাডায় আসতে চাইছে। সূত্র: ইনসাইডার
×