ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরপুর টেস্টে ২১৮ রানে জয় বাংলাদেশের

প্রকাশিত: ২১:২২, ১৫ নভেম্বর ২০১৮

মিরপুর টেস্টে ২১৮ রানে জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক ॥ মিরপুর টেস্টে জিতে দুই ম্যাচ সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুইয়েকে ২২৪ রানে অলআউট করে বাংলাদেশ জিতে ২১৮ রানে। টস জিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে। জিম্বাবুইয়ে প্রথম ইনিংস থামে ৩০৪ রানে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ২২৪ রানে ঘোষণা করলে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৪৩ রান। আজ পঞ্চম দিনে জিম্বাবুইয়ে ২২৪ রানে থামলে বাংলাদেশর জয় আসে ২১৮ রানে। এই টেস্টে বাংলাদেশের হারের সম্ভাবনা ছিল না। নেতিবাচক ফল হতে পারতো একটাই, জিম্বাবুইয়ের ড্র। পঞ্চম দিনে এসেও বোঝা যাচ্ছিল না, আদৌ এই ম্যাচটা বের করে নিতে পারবে কি না টাইগাররা। ব্রেন্ডন টেলর যে দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০৬ রানে। প্রথম ইনিংসেও ১১০ রান করেন টেলর। তবে শেষপর্যন্ত সব প্রতিরোধ ভেঙে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজটা ১-১ সমতায় শেষ করল স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে মিরাজ নিয়েছেন ৫ উইকেট। তাইজুল ২ ও মুস্তাফিজ পেয়েছেন ১ উইকেট। প্রথম ইনিংসে ২১৮ রান করার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক।
×